“আতশবাজি ছাড়া দীপাবলি অসম্পূর্ণ”, সুপ্রিম কোর্টের কাছে আপিল মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি: পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ‘সবুজ বাজি’ (Green Firecrackers) সহ সব ধরণের আতশবাজি (Firecrackers) তৈরি, বিক্রি এবং ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লির…

নয়াদিল্লি: পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ‘সবুজ বাজি’ (Green Firecrackers) সহ সব ধরণের আতশবাজি (Firecrackers) তৈরি, বিক্রি এবং ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লির (Delhi) প্রাক্তন আম আদমি পার্টির সরকার। কিন্তু “দীপাবলির আনন্দ আতশবাজি ছাড়া অসম্পূর্ণ”, বলে সুপ্রিম কোর্টের কাছে ‘সবুজ বাজি’-ব্যবহারের অনুমতির আপিল করলেন বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত (Rekha Gupta)।

Advertisements

এই মর্মে সর্বোচ্চ আদালতের কাছে লিখিত আবেদন জমা করবেন বলেও জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সোমবার তিনি বলেন, “ভারতীয় সংস্কৃতিতে দীপাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। দিল্লির লক্ষ লক্ষ বাসিন্দার অনুভূতির কথা মাথায় রেখে, আমাদের সরকার সুপ্রিম কোর্টকে উৎসবের সময় দিল্লিতে সবুজ আতশবাজি (Green Firecrackers) ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছে।”

   

পাশাপাশি, সুপ্রিম কোর্টের যেকোনো আদেশকে সম্মান জানিয়ে পরিবেশের কথা মাথায় রেখেই আলোর উৎসবে মাতার প্রতিশ্রুতি দেন রেখা গুপ্ত। তিনি জানান, কেবলমাত্র জাতীয় পরিবেশ প্রকৌশল গবেষণা ইনস্টিটিউট এবং পেট্রোলিয়াম ও বিস্ফোরক সুরক্ষা সংস্থা কর্তৃক প্রত্যয়িত বাজিরই বিক্রির অনুমতি দেওয়া হবে। বাজি থেকে উৎপন্ন ধোঁয়াও নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানান তিনি।

বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট

দীপাবলিতে বাজি এবং তারপর শীতে দিল্লির এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিচালি পোড়ানর ফলে ব্যাপকভাবে পরিবেশ দূষিত হয়। শীতের আগেই দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। সম্প্রতি দিল্লি NCR-এ ‘সবুজ বাজি’ তৈরিতে ছাড়পত্র দিলেও পরবর্তী আদেশ পর্যন্ত তার বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আদালত এনসিআর (NCR)-এ আতশবাজি তৈরি ও বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা সংশোধনের জন্য স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে একটি প্রস্তাব চেয়েছিল। এই ধরনের নিষেধাজ্ঞা “ব্যবহারিক বা আদর্শ” নাও হতে পারে এবং উৎসবের মরশুমে আদপে তা অকার্যকর হয়ে যাবে বলেও আশঙ্কা করেছিল সর্বোচ্চ আদালত।

‘সবুজ বাজি’ সহ আতশবাজির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল কেজরিওয়ালের সরকার

পরিবেশ দূষণের কথা মাথায় রেখে সবুজ বাজি সহ সব ধরণের আতশবাজি তৈরি, বিক্রি ও ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লির প্রাক্তন আদ আদমি পার্টি (AAP) সরকার। এমনকি অনলাইনেও বাজি কেনার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

তৎকালীন বিরোধী দল বিজেপি (BJP), আপের বিরুদ্ধে ‘হিন্দু ভাবাবেগে আঘাত’ করার অভিযোগ এনে দাবি করেছিল যে জনগণকে পরিবেশবান্ধব বিকল্পের সঙ্গে দীপাবলি উদযাপনের অনুমতি দেওয়া হোক। বর্তমানে দিল্লির শাসন-ক্ষমতা বিজেপির হাতে। তাই উৎসবের মরশুমে পুরনো রাজনৈতিক ক্ষোভ হোক বা দিল্লির মানুষকে আলোর উৎসবে আনন্দ করতে দেওয়ার ছাড়, বিজেপি বর্তমানে সুযোগ হাতছাড়া করতে নারাজ।