SIR ইস্যুতে বাড়ছে বিরোধ! শুধু পশ্চিমবঙ্গ নয়, ক্ষোভে ফুঁসছে একাধিক রাজ্য

CEC Gyanesh Kumar Clarifies: Aadhaar Confirms Identity, Not Date of Birth, Domicile, or Citizenship

নয়াদিল্লি: সোমবার দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের (SIR) ঘোষণা হতেই ‘তীব্র আন্দোলনের’ ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তবে, শুধু বাংলাই নয়, SIR-এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে একাধিক রাজ্য। বুধবার ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) সাফ জানিয়ে দিলেন, “কেরলে SIR হিতে দেব না।”

Advertisements

শুধু তাই নয়, কেরল সহ অন্যান্য রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদে নামবে কংগ্রেস, বলে ঘোষণা করলেন তিনি। এদিন প্রিয়াঙ্কা বলেন, “আমরা এর আগেও সংসদ ভবনের সামনে SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। সেই প্রতিবাদ চালিয়ে যাব।” প্রিয়াঙ্কার পাশাপাশি, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও (Pinarayi Vijayan)-এর তীব্র বিরোধিতা করেছেন।

   

তিনি বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে SIR।” সেইসঙ্গে SIR প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জিও জানান তিনি। কেরলের মুখ্যমন্ত্রী দাবী করেন, “২০০২-০৪ এর ভোটার তালিকাকে ভিত্তি করে বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে। কিন্তু ১৯৫০-এর নাগরিক আইন অনুযায়ী, এবং ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার প্রেক্ষিতে যেকোনো সংশোধনের ক্ষেত্রে বর্তমান ভোটার তালিকাকেই ভিত্তি করা উচিৎ”। পাশাপাশি, লোকাল বডি ইলেকশনের আগে কেরলে SIR করা ‘অবাস্তব’ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

অন্যদিকে, বিজয়নের দাবী সম্পূর্ণ উড়িয়ে দিয়ে কেরলের মুখ্য নির্বাচন আধিকারিক রতন ইউ কেলকার বলেন, “ভোটার তালিকাকে ঝাড়াই-বাছাই করতে SIR অত্যন্ত জরুরী।” কোনও রাজনৈতিক দলের এই নিয়ে অভিযোগ জানানোর থাকলে তাঁরা যেন ব্যক্তিগত ভাবে তাঁর কাছে গিয়ে অভিযোগপত্র জমা করেন, বলে উল্লেখ করেন কেলকার। তিনি বলেন, “আমরা এর আগেও একাধিকবার বলেছি, অবৈধ ভোটারদের তালিকা থেকে বের করে যোগ্য ভোটারদের স্থান দিতে এই প্রক্রিয়া অত্যন্ত জরুরী। একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে, কমিশন সেই দিকে কড়া নজর রাখবে”।

Advertisements

তুমুল বিরোধিতা জানিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল

প্রসঙ্গত, সোমবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের SIR নিয়ে ঘোষণার পরেই ‘তীব্র আন্দোলনের’ ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। তিনি বলেন, “যদি কোনও যোগ্য ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়, তাহলে প্রতিবাদ করা হবে। ভোটার তালিকা সংশোধনে আমাদের কোনও আপত্তি নেই, তবে এর নামে বিজেপির চক্রান্তে যদি কোনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়, তাহলে গণতান্ত্রিক ভাবে আন্দোলনে নামবে তৃণমূল”।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা বৈধ ভোটার বাদ গেলে, এক লক্ষ মানুষ কমিশন ঘেরাও করবে।” তোপ দেগে অভিষেক বলেন, “২০০২ সালের SIR শেষ হতে দুই বছর সময় লেগেছিল। কিন্তু এখন দু’‌মাসেই সব শেষ করা হবে! ভোটমুখী সব রাজ্যে SIR হচ্ছে, কিন্তু কৌশলে বাদ দেওয়া হয়েছে অসমকে, কারণ সেখানে বিজেপি ক্ষমতায়।”