Joshimath: জোশীমঠের তুলনামূলক সুরক্ষিত এলাকার বাড়িতে আবার ফাটল

ফের জোশীমঠের (Joshimath) কিছু বাড়িতে ফাটল দেখা গেছে। পার্বত্য এলাকায় নয়, জোশীমঠের তুলনামূলক সুরক্ষিত এলাকার বাড়িগুলিতে ফাটল দেখা গেছে।

Unveiling the Danger: Cracks in Houses Threaten Joshimath's Relatively Protected Area

ফের জোশীমঠের (Joshimath) কিছু বাড়িতে ফাটল দেখা গেছে। পার্বত্য এলাকায় নয়, জোশীমঠের তুলনামূলক সুরক্ষিত এলাকার বাড়িগুলিতে ফাটল দেখা গেছে। প্রসঙ্গত, মাস কয়েক আগে জোশীমঠের পার্বত্য এলাকার বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছিল। বহু মানুষ ঘর ছাড়তে বাধ্য হন। উত্তরাখণ্ডে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের ধারে রয়েছে জোশীমঠ। বদ্রীনাথ, আউলি যাওয়ার পথে এই শহরে থেকে বিশ্রাম নেন পর্যটকেরা।

Advertisements

উল্লেখ্য, জোশীমঠের গান্ধীনগরের বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে। যে এলাকাটিকে ‘হলুদ এলাকা’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল অর্থাত্‍, তুলনামূলক সুরক্ষিত স্থান। তার পরেও এই ঘটনায় উদ্বেগে বাসিন্দা থেকে প্রশাসন।

বিজ্ঞাপন

গত কয়েক দিনের বৃষ্টির কারণে ফাটল দেখা দিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। স্থানীয় এক বাসিন্দা জানান, “এর আগে যখন জোশীমঠের অন্য এলাকায় ফাটল দেখা দিয়েছিল, তখন তাঁদের এলাকায় ফাটল ধরেনি। এই প্রথম তাঁর বাড়িতে সামান্য ফাটল দেখা দিয়েছে। প্রশাসন এসে হলুদ স্টিকার সাঁটিয়ে গিয়েছে। ফাটলে নজর রাখার কথা জানিয়েছে।”

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে জোশীমঠের সুনীল, মনোহর বাগ, রবিগ্রাম, সিঙ্গধার, মারওয়াড়ি এলাকার প্রায় ৫০০ বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। ওই এলাকাকে ‘লাল এলাকা’ (রেড জোন) হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সে সময় বাসিন্দারা ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন। তাঁরা পুনর্বাসন শিবিরে আশ্রয় নিয়েছিলেন।

ভূতত্ত্ববিদেরা মনে করেন, প্রাচীনকালে ভূমিধ্বসের উপর এই শহর তৈরি হয়েছিল। তাই এর ভূমিরূপ স্থিতিশীল নয়। এর মধ্যে শহরে যথেচ্ছ নির্মাণের কারণে বিপদ বেড়েছে।