ভোরের বৃষ্টিতে বিপর্যয়! বৈষ্ণো দেবীর যাত্রাপথে ধস, আহত বেশ কয়েকজন তীর্থযাত্রী

Vaishno Devi Landslide: সোমবার ভোরে জম্মু ও কাশ্মীরের কাটরায় প্রবল বৃষ্টির জেরে মাতা বৈষ্ণো দেবী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। সকাল ৮টা নাগাদ এই ভূমিধস…

Vaishno Devi

Vaishno Devi Landslide: সোমবার ভোরে জম্মু ও কাশ্মীরের কাটরায় প্রবল বৃষ্টির জেরে মাতা বৈষ্ণো দেবী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। সকাল ৮টা নাগাদ এই ভূমিধস ঘটে বাণগঙ্গা এলাকায়, যা যাত্রার সূচনাবিন্দু হিসেবে পরিচিত। পুরনো ট্র্যাকের ধারে অবস্থিত এই এলাকায় অনেক ঘোড়ার চালক ছিলেন। হঠাৎ পাহাড় থেকে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নেমে আসায় বেশ কয়েকজন তীর্থযাত্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন এবং অনেকে আহত হন।

জানা যাচ্ছে, হঠাৎ ভূমিধসে আতঙ্ক ছড়িয়ে পড়ে তীর্থযাত্রীদের মধ্যে। এই রুটে থাকা বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পিথু বাহক, পালকি পরিষেবাকর্মী, শ্রাইন বোর্ডের সদস্য ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আটকে পড়া চার তীর্থযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

   
Advertisements

উল্লেখ্য, এই যাত্রাপথটি মাতা বৈষ্ণো দেবীর দর্শনের অন্যতম প্রাচীন ও ব্যস্ততম রুট, যেখানে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী পদযাত্রা করেন। ঘটনার পরপরই ওই অংশে যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ভূমিধস সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে উদ্ধারকারী দলের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।