কলকাতা: ‘হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যাতায়াত করবেন তখনই, যদি আপনার শৌচাগার ব্যবহারের ন্যূনতম শিষ্টাচার থাকে এবং সরকারি সম্পত্তির প্রতি সম্মান থাকে।’ ট্রেনটি চালুর কয়েকদিন আগেই এই সতর্কবার্তা দিয়েছিলেন রেল আধিকারিক অনন্ত রূপানাগুড়ি। কিন্তু সেই আশঙ্কাই সত্যি হল। গত শনিবার ঘটা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ট্রেনের উদ্বোধন করলেন, বাণিজ্যিক যাত্রা শুরুর আগেই সেই ট্রেনের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেল প্লাস্টিকের প্যাকেট আর এঁটো চামচ।
উচ্চবিত্ত তকমা বনাম নাগরিক চেতনা
অনেকেই দাবি করেন, সাধারণ ট্রেন এবং প্রিমিয়াম ট্রেনের মধ্যে যাত্রী সাধারণের আচরণের তফাত থাকে। কিন্তু হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস এই যুক্তিকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে। যেখানে সরাইঘাট এক্সপ্রেসে ৩-এসি-র ভাড়া ১,৫০০ টাকার আশেপাশে, সেখানে বন্দে ভারতের ভাড়া প্রায় ২,৩০০ টাকা। অর্থাৎ, বেশি টাকা দিয়ে টিকিট কাটলেই কি নাগরিক বোধ জন্মায়? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি কিন্তু অন্য কথা বলছে।
রেল কি শুধুই ‘সরকারের সম্পত্তি’? Dirty coaches Howrah Guwahati Vande Bharat Sleeper
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার মূলে রয়েছে একটি গভীর মানসিকতা। ভারতীয়রা অনেক সময় বিমান বা মেট্রোতে যতটা সংযত থাকেন, ট্রেনের ক্ষেত্রে সেই রাশ আলগা হয়ে যায়। ‘রেল মানেই সরকারি সম্পত্তি, আর পরিষ্কার করার দায়িত্ব শুধু রেল কর্তৃপক্ষের’, এই পুরনো মানসিকতা আজও বদলায়নি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের উদ্বোধনী সফরের কয়েক ঘণ্টার মধ্যেই যাত্রী কামরার মেঝে ডাস্টবিনে পরিণত হয়েছে।
সমাজমাধ্যমের ক্ষোভ
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জনৈক এক্স (X) ব্যবহারকারী লিখেছেন, “নাগরিক বোধ না থাকলে বিশ্বমানের পরিকাঠামো তৈরি করেও লাভ নেই। এটা প্রাথমিক শিক্ষা থেকেই শেখানো উচিত।” অন্য একজন লিখেছেন, “বিশ্বমানের পরিকাঠামো পেলেও আমাদের মানসিকতা সেই রাস্তার ধারের ডাস্টবিনের মতোই রয়ে গিয়েছে।” অনেকে আবার আশঙ্কা প্রকাশ করেছেন যে, অদূর ভবিষ্যতে এই চকচকে ট্রেনের দেওয়ালে হয়তো গুটখার দাগও দেখা যাবে।
রেল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
ভিডিওটি নজরে আসার পর রেলের এক উর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, রেলের পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কারণ এটি জনগণের সম্পত্তি। শুধুমাত্র সজাগ নজরদারি বা কড়া নিয়ম দিয়ে নয়, যতক্ষণ না মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, ততক্ষণ এই সমস্যার সমাধান কঠিন।
Bharat: Litter found inside the Howrah–Guwahati Vande Bharat Sleeper even before commercial service sparks outrage. Viral videos raise sharp questions on civic sense, passenger responsibility, and respect for Indian Railways’ premium trains.
