‘Sardaarji 3’ বিতর্কে অবশেষে মুখ খুললেন দিলজিৎ, কি বললেন?

নয়াদিল্লি: ২৭ জুন মুক্তি পাওয়া পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) ছবি ‘Sardaarji 3’-কে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। পহেলগামে নৃশংস জঙ্গি হামলার পরেও…

নয়াদিল্লি: ২৭ জুন মুক্তি পাওয়া পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) ছবি ‘Sardaarji 3’-কে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। পহেলগামে নৃশংস জঙ্গি হামলার পরেও ছবিতে পাক শিল্পী হানিয়া আমিরের অভিনয় নিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়েছেন পাঞ্জাবের গায়ক তথা অভিনেতা দিলজিৎ। এবার কুয়ালা লামপুরের একটি কনসার্টে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, কিন্তু এই বিতর্কের মাঝে মৌনতাই বেছে নিয়েছিলেন তিনি। 

দিলজিৎ বলেন, “একজন পাঞ্জাবি এবং এবং সর্দার কখনই দেশ-বিরোধী হতে পারেন না”। তিনি জানান, পহেলগাম হামলার অনেক আগেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই কনসার্টে দিলজিতের এই বয়ান সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। জাতীয় পতাকার উদ্দেশ্যে সম্মান জানিয়ে তিনি বলেন, “এটি আমার দেশের পতাকা, সবসময় সম্মান করি”।

   

কুয়ালা লামপুরের কনসার্টে উপস্থিত দর্শকদের কাছে অনুমতি চেয়ে দিলজিৎ বলেন, “আমার কিছু কথা বলার আছে। আমার ছবি Sardaarji 3-এর শুটিং ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গিয়েছিল। এরপরেই পহেলগামের নৃশংস জঙ্গি হামলা এবং সম্প্রতি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের তীব্র নিন্দা করে দিলজিৎ বলেন, “২২ এপ্রিল পহেলগামে মর্মান্তিক হামলার আমরা তখনও নিন্দা জানিয়েছিলাম, এখনও জানাচ্ছি। কিন্তু আমার ছবির শুটিং হামলার আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ তার পড়ে খেলা হয়েছে। এটাই পার্থক্য।”

কেন মৌন ছিলেন জানালেন Diljit

Advertisements

এতদিন নীরব থাকার কারণ ব্যাখ্যা করে দিলজিৎ বলেন, “আমার কাছে অনেক উত্তর আছে, কিন্তু আমি চুপ করে ছিলাম, সবকিছু আমার ভেতরেই লুকিয়ে রেখেছিলাম। আমি কথা বলিনি। বলার মতো আরও অনেক কিছু আছে, কিন্তু আমি তা করতে চাই না।”

প্রসঙ্গত, জুন মাসে ছবি মুক্তির পর পাকিস্তানই অভিনেত্রী হানিয়া আমীরকে (Hania Aamir) ছবিতে কাজ করানোর জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দিলজিৎ। নির্মাতাদের ভারত ছাড়া বিশ্বব্যাপী ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়েছিল। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) দিলজিৎ-কে কালো তালিকাভুক্ত করার এবং তার ভারতীয় নাগরিকত্ব বাতিল করার দাবি জানিয়েছিল। পরে এই আদেশ প্রত্যাহার করা হয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News