‘আমি যাবই!’ শাহের মানভঞ্জনের পরেও শিলিগুড়িতে বেপরোয়া দিলীপ!

শিলিগুড়ি: রাজনীতির ঊর্ধ্বে কি ভক্তি? নাকি ফের দলের ঊর্ধ্বে গিয়ে নিজের ‘ব্যক্তিগত’ অবস্থানেই অনড় মেদিনীপুরের প্রাক্তন সাংসদ? দিঘার জগন্নাথ ধাম উদ্বোধনে যাওয়া নিয়ে দলের অন্দরে…

Dilip Ghosh will visit Mahakal Temple

শিলিগুড়ি: রাজনীতির ঊর্ধ্বে কি ভক্তি? নাকি ফের দলের ঊর্ধ্বে গিয়ে নিজের ‘ব্যক্তিগত’ অবস্থানেই অনড় মেদিনীপুরের প্রাক্তন সাংসদ? দিঘার জগন্নাথ ধাম উদ্বোধনে যাওয়া নিয়ে দলের অন্দরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার শিলিগুড়ির মহাকাল মন্দির নিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে শিলিগুড়িতে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, মন্দির যে দলেরই হোক বা যেই তৈরি করুক না কেন, সেখানে তিনি যাবেনই।

Advertisements

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

গত অক্টোবর মাসে শিলিগুড়িতে রাজ্যের সবথেকে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার বিকেলে সেই মন্দিরের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। আর ঠিক তার কয়েক ঘণ্টা আগেই দিলীপ ঘোষের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। এদিন তিনি বলেন, “মন্দির কে করল, কোন দল করল সেটা কোনও বড় কথা নয়। মানুষ ভালো-খারাপ হতেই পারে, তার সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই। মন্দিরে সকলে যেতে পারেন। আমিও যাব মহাকাল মন্দিরে।”

   

বিতর্কের ইতিহাস ও নতুন জল্পনা Dilip Ghosh will visit Mahakal Temple

সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। সেই সময় বিজেপির অন্দরে তাঁর এই অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি তিনি দলবদল করে ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন কি না, তা নিয়েও শোরগোল পড়ে যায়। আজকের মন্তব্যে দিলীপ বুঝিয়ে দিলেন, দল যাই বলুক না কেন, নিজের বিশ্বাস এবং অবস্থানে তিনি এখনও পাহাড়ের মতো অনড়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই বারবার ‘লাইনচ্যুত’ হওয়া এবং সরকারের মন্দির-রাজনীতিকে সমর্থন করা আসলে বিজেপির রাজ্য নেতৃত্বের ওপর এক ধরণের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে। এখন দেখার, দিলীপের এই ‘উন্মুক্ত’ অবস্থানের ওপর দল বা কেন্দ্রীয় নেতৃত্ব কোনও পদক্ষেপ নেয় কি না।

দিলীপকে ‘ম্যানেজ’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিজেপির অন্দরে দিলীপ ঘোষের রাজনৈতিক গুরুত্ব ক্রমশ ফিকে হচ্ছিল। গত বছর রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ঘিরে তৈরি হয় অস্বস্তি। সেই পর্বের পর থেকেই দলবদলু বিজেপি ও দলের ক্ষমতাসীন শিবিরের একাংশ কার্যত দিলীপকে এড়িয়ে চলার কৌশল নেয়। দীর্ঘ সময় ধরে তাঁকে দলের কোনও গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এই উপেক্ষা দিলীপের মনেও অভিমান জমায়।

এমন পরিস্থিতিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিলীপকে ‘ম্যানেজ’ করতে ময়দানে নামেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পর থেকেই দিলীপকে ফের চেনা মেজাজে দেখা যেতে শুরু করে। তবে তাতেও পুরোপুরি স্বস্তিতে নেই দল। শীর্ষ নেতৃত্বের তরফে ফের তাঁর বক্তব্য ও গতিবিধি নিয়ে সেন্সর আরোপ করা হয়েছে। এই আবহেই মহাকাল মন্দির দর্শনের কথা বলে দিলীপ ঘোষ নতুন করে দলবদলের জল্পনা উসকে দিলেন।

Bharat: BJP leader Dilip Ghosh sparks fresh defection rumours by announcing his visit to the Siliguri Mahakal Temple, a project by CM Mamata Banerjee. Despite Amit Shah’s intervention and BJP’s censorship, Dilip remains firm on his defiant stand.

Advertisements