হঠাৎ কেন ‘জেন জেড’? নেপাল বিক্ষোভের পর রাহুলের মন্তব্যে জল্পনা

কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সাম্প্রতিক সময়ে দেশের যুবসমাজ, ছাত্রছাত্রী এবং বিশেষ করে জেন জেড প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি দ্বিতীয় দফার সাংবাদিক সম্মেলনে…

Did Nepal’s Youth Protests Spark Rahul Gandhi’s Gen Z Focus? Here’s What We Found

কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সাম্প্রতিক সময়ে দেশের যুবসমাজ, ছাত্রছাত্রী এবং বিশেষ করে জেন জেড প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি দ্বিতীয় দফার সাংবাদিক সম্মেলনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে ধরার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ভারতের জেন জেড প্রজন্মকে “ভোট চুরি” রোধের লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানান।

কিন্তু এই বার্তা কি সত্যিই নেপালের ‘জেন জেড নেতৃত্বাধীন’ বিক্ষোভের প্রভাব, নাকি রাহুলের দীর্ঘদিনের যুব-সংযোগ কৌশলের অংশ? এই প্রশ্ন নিয়েই এখন রাজনৈতিক মহলে তোলপাড়। সাম্প্রতিক সময়ে নেপালে ঘটে যাওয়া ঘটনা ভারতীয় রাজনীতিতেও আলোড়ন ফেলেছে। সেখানে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ ও সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে নেমে আসে তরুণরা। মূলত জেন জেড প্রজন্মের ডিজিটাল নেটিভ তরুণদের নেতৃত্বেই এই বিক্ষোভ সহিংস আকার নেয়। সরকারি দপ্তর, সংসদ ভবন ভাঙচুর থেকে শুরু করে আগুন ধরিয়ে দেওয়া—সবই ঘটে মাত্র কয়েক দিনের মধ্যে। ৭২ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রধানমন্ত্রী ওলি সেনা ছাউনিতে আশ্রয় নেন এবং পদত্যাগ করেন। ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী নেতৃত্বে আসেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

   

এই ঘটনাকে বলা হচ্ছে “জেন জেড বিপ্লব”। বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতোই নেপালের তরুণরা প্রথাগত ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতেও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। বিজেপি অভিযোগ করছে, নেপাল ও বাংলাদেশের উদাহরণ টেনে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন রাহুল গান্ধী।

Advertisements

বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, “রাহুল গান্ধী বাংলাদেশ ও নেপাল-ধাঁচের অশান্তি ভারতের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন। তিনি যুবসমাজকে ভুল পথে চালিত করছেন।” গড্ডা সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “জেন জেড রাজবংশতন্ত্র মানে না। কংগ্রেসের পরিবারতন্ত্রের পর এত বছর পর আবার তারা কেন রাহুলকে সমর্থন করবে?” তবে, রাহুল গান্ধীর তরফে এটি কোনও একেবারে নতুন উদ্যোগ নয়। যদিও নেপাল বিক্ষোভের পর এভাবে প্রকাশ্যে “জেন জেড” শব্দটি ব্যবহারের ঘটনা প্রথম, এর আগেও তিনি এই প্রজন্মের সঙ্গে যোগাযোগ করেছেন। ২০২৩ সালের মে মাসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পোস্ট-গ্র্যাজুয়েট মেন’স হোস্টেলে হঠাৎ গিয়ে ছাত্রদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি। সেই বৈঠককে তিনি নিজেই নাম দিয়েছিলেন “Gen Z-এর সঙ্গে গপশপ ওভার লাঞ্চ”।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News