দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে বিরোধী দলনেতা। আর ভাই দিব্যেন্দু বললেন এখনও সাইলেন্টলি দলের সঙ্গে আছি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েই দিব্যেন্দু অধিকারীর তরফে বার্তা পেলেন তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংসদ দিব্যেন্দু অধিকারী আগেই বলেছিলেন দিল্লিতে গিয়ে বিরোধী প্রার্থীকে ভোট দেবেন। সোমবার সেই কথামতো দিল্লিতে এসে ভোট দেন দিব্যেন্দু। সঙ্গে ছিলেন টিএমসি ত্যাগ করা সাংসদ শিশির অধিকারী। এদিন দু’জনেই দাবি করলেন যোগ্য প্রার্থীর জয় হবেই। নিশ্চিতভাবে যিনি যোগ্য, তিনিই জয়লাভ করবেন।
দিব্যেন্দু বলেন, আগামী দিনে রাজনীতি করব কি করব না সেটা পরের কথা। জেলা পুলিশ থেকে জেলা আধিকারিক সকলেই দূরত্ব রেখে চলছে। তারাই ভালো করে বলতে পারবে।
রাষ্ট্রপতি নির্বাচনেক্রস ভোটিংইয়ের সমূহ সম্ভাবনার কথা বারবার তুলে ধরছে শাসক বিজেপি। তবে ভোটের নিরিখে এনডিএ মনোনীত দ্রৌপদী মুর্মু বিরোধী জোটের যশবন্ত সিনহার থেকে এগিয়ে।