পাটনা: কেবল প্রতিষ্ঠান বিরোধীই নয়, বিজেপি বিরোধী হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি (Dhruv Rathee) তাঁর রাজনৈতিক বক্তব্যের জন্য প্রাশয়ই বিতর্কে জড়ান। সমাজমাধ্যমে ব্যাপক ট্রোলিং-ও হয় তাঁর। শুক্রবার দুপুরের পর থেকে বিধার বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতে শুরু করলে এক্সে পরপর পোস্ট করতে শুরু করেন তিনি।
https://x.com/dhruv_rathee/status/1989271384317706443
একদিকে যখন দুপুর গড়াতেই বিহারে গেরুয়া আবিরের ঝড় ওঠে, অন্যদিকে, এক্সে তখন ধ্রুব রাঠি লেখেন, “এত আনন্দ কিসের? অর্ধেকের বেশি জনগণ জানেন, কারচুপি করে ভোটে জেতা হয়েছে”। ইউটিউবার ধ্রুব রাঠিকে (Dhruv Rathee) সমাজমাধ্যমে ট্রোল করে অনেকেই ‘কংগ্রেসের দালাল’ বলে থাকেন। জার্মানিতে থেকে ভারতের রাজনীতি নিয়ে মন্তব্য করায় ব্যাপক ট্রোলিং হয় তাঁর।
https://x.com/dhruv_rathee/status/1989283580204425332
কিন্তু নিজের ইউটিউব ভিডিওতে বরাবর তিনি পক্ষপাত-বিহীন মতামত পেশ করে থাকেন বলে দাবী করেন ধ্রুব রাঠি (Dhruv Rathee)। এদিন তাঁর এক্সের পোস্টটিতে ইতিমধ্যেই ১ মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে। অনেকেই ইউটিউবারের সপক্ষে মতামত প্রকাশ করেছেন। নেটিজেনদের একাংশের দাবী, বিহারেও ভোটের ফলাফলে কারচুপি করা হয়েছে। অন্যদিকে, বেশ কিছু শতাংশ মানুষ রাঠিকে কটাক্ষ করেছেন। তবে একটি পোস্টেই থেমে থাকেননি ইউটিউবার।
নির্বাচন কমিশনকে তোপ
এনডিএ-এর জয় নিয়ে মন্তব্যের পর নির্বাচন কমিশনের দিকেও আঙুল তোলেন ধ্রুব রাঠি (Dhruv Rathee)। তিনি বলেন, “২০২৪-এর মার্চ-এ জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। বাকিটা ইতিহাস”।
https://x.com/dhruv_rathee/status/1989278524218483017
এরপর সরাসরি, বিরোধী দলগুলিতে নির্বাচন বয়কট করা উচিৎ ছিল বলে পোস্ট করেন তিনি। এক্সে রাঠি লেখেন, “সত্যি বলতে, আমার মনে হয় বিরোধী দলগুলোর এই নির্বাচন বয়কট করা উচিত ছিল তারা আগে থেকেই জানত যে SIR এবং ভোট চুরির পরে কী ঘটছে। মহাত্মা গান্ধীর কাছ থেকে শিখুন।”


