‘আমাকে মুক্তি দিন’, ভোটে হেরে পদ ছাড়তে চান দেবেন্দ্র ফড়নবিশ

ফের একবার মহারাষ্ট্রে মহা নাটক শুরু হতে চলেছে বলে মনে হচ্ছে। ভোট গণনার পরের দিনই উপ মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। তিনি…

ফের একবার মহারাষ্ট্রে মহা নাটক শুরু হতে চলেছে বলে মনে হচ্ছে। ভোট গণনার পরের দিনই উপ মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। তিনি বলেছেন, ‘আমাকে এই পদ থেকে মুক্তি দিন, আমি শুধু দলের হয়ে কাজ করতে চাই।’

মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ পারফরম্যান্সের দায় স্বীকার করে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, ‘মহারাষ্ট্রে আমাদের যত ক্ষতি হয়েছে… আমি পুরো দায়িত্ব নিচ্ছি। আমি শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করছি আমাকে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে।’ সিনিয়র এই বিজেপি নেতা বলেন, ‘২০২০/২১ সালের জাতীয় বিক্ষোভের পর থেকে গেরুয়া শিবিরের সমস্যাযুক্ত ভোটার ভিত্তি হিসাবে আবির্ভূত হওয়া কৃষকদের প্রভাবিত করার বিষয়গুলি ফলাফলকে প্রভাবিত করেছে।’

   

তবে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তাৎপর্যপূর্ণভাবে, মহারাষ্ট্রে বিজেপির পারফরম্যান্স খারাপ হয়েছে। গত নির্বাচনে যেখানে বিজেপি ২৩ টি আসন পেয়েছিল সেখানে এবারে মাত্র ৯টি আসন পেয়েছে দল।

এদিকে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে রাজ্য সরকার থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বড় মন্তব্য করলেন। তিনি বলেন, ‘নির্বাচনে পরাজয় একটি সম্মিলিত দায়িত্ব। নির্বাচনে তিনটি দলই একসঙ্গে কাজ করেছে। আপনি যদি ভোট শেয়ারের দিকে তাকান, তাহলে দেখবেন মুম্বইয়ে দুই লক্ষেরও বেশি ভোট পেয়েছেন মহায়ুতি। পরাজয়ের কারণগুলো সততার সঙ্গে পর্যালোচনা করা হবে। গত দু’বছরে সরকার রাজ্যে অনেক ভাল সিদ্ধান্ত নিয়েছে। আমি শীঘ্রই দেবেন্দ্র জির সঙ্গে কথা বলব। আমরা অতীতেও একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করব। আমরা সম্মিলিতভাবে বিরোধীদের মিথ্যা দাবির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছি। ‘