Maharashtra Crisis: রাতের মধ্যেই রাজ্যে হয়তো নতুন মুখ্যমন্ত্রী-উপ মুখ্যমন্ত্রী

বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এবং একনাথ শিন্ডে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সামনে সরকার গঠনের দাবি জানালেন বৃহস্পতিবার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে। এদিনই…

Maharashtra Crisis: রাতের মধ্যেই রাজ্যে হয়তো নতুন মুখ্যমন্ত্রী-উপ মুখ্যমন্ত্রী

বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এবং একনাথ শিন্ডে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সামনে সরকার গঠনের দাবি জানালেন বৃহস্পতিবার।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে। এদিনই মুম্বই পৌঁছে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে যান বিদ্রোহী শিব সেনা নেতা একনাথ শিন্ডে। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর দুজনে একসঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

   

সূত্রের খবর, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফড়নবিশ ও একনাথ শিন্ডে আসার পর দুই নেতা প্রস্তুত থাকলে আজই শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে।ফড়নবিশ হবেন উপমুখ্যমন্ত্রী।

এদিকে, এনসিপি এবং কংগ্রেস নেতা ও বিধায়করা মুম্বাইয়ে পৃথক পৃথক বৈঠক করেছেন। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও তাঁর দলের কয়েকজন প্রবীণ নেতার সাথে দেখা করেছেন বলে খবর।