নয়াদিল্লি: রাজধানীর বিডি মার্গে অবস্থির ব্রহ্মপুত্র আবাসনে (Bramhaputra Apartments) বিধ্বংসী আগুন (Fire)। পুড়ে ছাই একাধিক রাজ্যসভার সাংসদের ফ্ল্যাট। ২০২০ সালে আবাসনটির উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
জানা গিয়েছে, এদিন আবাসনের ওপরের কোনও একটি তলায় আচমকা আগুন লেগে যায়। মুহূর্তেই পুরো আবাসনটাকেই গ্রাস করে বিধ্বংসী আগুন। আতঙ্কিত আবাসিকরা প্রাণভয়ে বাইরে বেরিয়ে আসতে থাকেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।
সংসদ ভবনের থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত ব্রম্মপুত্র আবাসনে বেশ কয়েকটি ফ্ল্যাট রাজ্যসভার সাংসদদের দেওয়া হয়েছিল। পার্লামেন্ট থেকে অনতিদূরে অবস্থিত সাংসদদের আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডের পরও দমকল বাহিনী পৌঁছয়নি বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)।
এক্সে তিনি লেখেন, “দিল্লির বিডি মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে প্রচণ্ড আগুন (Fire) লেগেছে। বাসিন্দারা সকলেই রাজ্যসভার সাংসদ। ভবনটি সংসদ থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত। আগুন লাগার পর ৩০ মিনিট পেরিয়ে গেলেও দমকল বাহিনীর কোনও পাত্তা নেই। বারবার ফোন করার পরেও দমকলের গাড়ি পাওয়া যাচ্ছে না। দিল্লি সরকার নির্লজ্জ”।
ঘটনাস্থলের ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ লোকজনকে সরে যেতে বলছে। আবাসনের একতলায় প্রচুর মানুষ জড়ো হয়েছেন। সূত্রের খবর, দুপুর ১.২০ মিনিট নাগাদ ব্রম্মপুত্র আবাসনে আগুন লাগার খবর পাঠানো হয় দমকলবাহিনীকে।
কিন্তু দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছোতে অএঙ্ক দেরি করেছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রাও। তাঁদের অভিযোগ, সময়মত দমকলবাহিনী পৌঁছলে ক্ষতি অনেকটাই কম হত। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।