‘আসনা’-র দাপট শুরু? ভারী বৃষ্টির জেরে একাধিক রাজ্যে রেড অ্যালার্ট জারি

সাইক্লোন ‘আসনা’ (Cyclone Asna) আতঙ্কে কাঁপছেন রাজ্যবাসী। ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রশাসনের তরফে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী,…

সাইক্লোন ‘আসনা’ (Cyclone Asna) আতঙ্কে কাঁপছেন রাজ্যবাসী। ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রশাসনের তরফে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিদ্যুতের গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে এটি। তবে এবার এই সাইক্লোন নিয়ে বড় তথ্য দিল আইএমডি। জানানো হল কতদূরে অবস্থান করছে এটি।

এমনিতে বাংলার কথা বললে, আজ রবিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এরই মাঝে আজ রবিবার আইএমডির তরফে একটি বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম এবং সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরের উপর থাকা সাইক্লোন আসনা উত্তর পশ্চিম আরব সাগর, পশ্চিম দক্ষিণ পশ্চিম করাচির থেকে প্রায় ৫০০ কিলোমিটার, দক্ষিণ দক্ষিণ পশ্চিম পাসনির থেকে ২৫০ কিলোমিটার এবং মাস্কেট থেকে ৪৪০ কিলোমিটার পূর্বে অগ্রসর হয়েছে।

   

আইএমডি জানিয়েছে, বিধ্বংসী ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম আরব সাগরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ১ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে ধীরে ধীরে দুর্বল হতে পারে। আজ বহু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

আইএমডি জানিয়েছে, এদিন তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, উপকূলবর্তীয় অন্ধ্রপ্রদেশ, উত্তর কর্ণাটক, দক্ষিণ কর্ণাটক এবং রায়লসীমায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। গুজরাটে প্রবল বৃষ্টিপাতের পর অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় আসনার কারণে কর্ণাটক ও গুজরাটের উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।