২০০০ টাকার নোট জমা নেওয়া শুরু হল, জেনে নিন প্রক্রিয়ার খুঁটিনাটি

আজ ২৩ শে মে, মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ব্যাঙ্কে ২ হাজার টাকার নোট জমা নেওয়া। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করে। আরবিআই আরও জানায় যে আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে ২ হাজার টাকার নোট।

আপনার কাছে ২ হাজার থাকার নোট আছে? কোন পদ্ধতিতে জমা দেবেন? আসুন দেখেনি-

   

১। ২ হাজার থাকার নোট থাকলে যেকোন ব্যাঙ্কে গিয়ে জমা দিতে পারেন বা ভাঙাতে পারেন। ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

২। ব্যাঙ্ক ছাড়াও গ্রাহকরা আরবিআইয়ের ১৯ টি আঞ্চলিক দফতরে গিয়েও ২ হাজার থাকার নোট জমা করতে পারবেন।

৩। আপনার যদি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে কী করবেন? আরবিআই জানিয়েছে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও যে কোন ব্যাঙ্কে গিয়ে আপনি ২ হাজার টাকার নোট জমা করতে পারবেন।

৪। গ্রাহকরা একবারে ২০ হাজার টাকা পর্যন্ত ২ হাজারের নোট বদল করতে পারবেন।

৫। আরবিআই বলেছে ব্যাঙ্কে ২ হাজার টাকার নোট জমা বা ভাঙাতে গেলে কোন টাকা লাগবেনা। এর মানে পুরো প্রক্রিয়াটে নিখরচায় করতে পারবেন।

৬। ২ হাজার টাকার নোট জমা বা ভাঙাতে গেলে কোন ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই। কিন্তু ২০ হাজারের বেশি জমা করতে গেলে প্রয়োজন হবে ‘রিকুইজিশ্ন স্লিপ’।

৭। ২ হাজার টাকার নোট জমা বা ভাঙাতে কোন ব্যাঙ্ক রাজি না হলে সেই ব্যাঙ্কের বিরুদ্ধে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন।

RBI গর্ভনর শক্তিকান্ত দাস সোমবার এখনই ব্যাঙ্কে গিয়ে ভিড় না করার পরামর্শ দেন। তিনি জানান, ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০ টাকা দেশে বৈধ থাকবে। তিনি পরিস্কার করে বলেন যে দেশবাসী বিষয়টা যাতে গুরুত্ব সহকারে নেয় সেই কারণে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ, সাধারণের হাতে এখনও চার মাস সময় রয়েছে।

RBI গভর্নর আরও জানান, নোটবন্দির সময় নিষিদ্ধ টাকার খালি জায়গা পূরণ করার জন্যই প্রাথমিকভাবে ২০০০ টাকার নোট আনা হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন