বেঙ্গালুরু: জমি দখল (Land encroachment), গণপরিবহণে অপ্রতুলতা থেকে রাস্তার বেহাল দশা, উপ মুখ্যমন্ত্রী তথা নগরোন্নয়ন মন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivkumar) মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা নথিভুক্ত করলেন। শনিবার, বেঙ্গালুরু নাদিগে” অভিযানের অংশ হিসেবে বেঙ্গালুরু পশ্চিম পৌর কর্পোরেশনের যশবন্তপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন হিরোহাল্লির ভারত নগরে অবস্থিত গান্ধী পার্কে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন।
তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক এসটি সোমশেখর, জিবিএ প্রধান কমিশনার মহেশ্বর রাও। এদিন রমেশ গৌড়া নামক এক বাসিন্দা শিবকুমারের কাছে স্থানীয় প্রায় ১ একর জমি অধিগ্রহণের (Land encroachment) অভিযোগ জানান। মালাথাল্লি লেক এলাকায় ওই জমি দখল করে অস্থায়ী আশ্রয় তৈরি করা হয়েছে বলে অভিযোগ জানান ওই বাসিন্দা। যার প্রেক্ষিতে কড়া পদক্ষেপের নির্দেশ দেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী।
আগামী ৭ দিনের মধ্যে দখলদারদের (Land encroachment) উৎখাত করে জমি পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি,বাসিন্দারা গণপরিবহনের তীব্র অভাবের কথা তুলে ধরেন। ভারত নগর ২য় ফেজের বাসিন্দা দীপা বিএমটিসি বাস পরিষেবার অভাবের জন্য দুঃখ প্রকাশ করেন, যার ফলে বাসে অতিরিক্ত ভিড় হয় এবং প্রতিদিনের যাতায়াত কঠিন হয়ে পড়ে।
এছাড়াও শহরের ব্যস্ত রাস্তার বেহাল দশা নিয়েও অভিযোগ জানান স্থানীয়রা। পরে, সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময়, উপমুখ্যমন্ত্রী নাইস রোডের সমান্তরালে ১১৭ কিলোমিটার নতুন রাস্তা তৈরির পরিকল্পনা ঘোষণা করেন, এবং নিশ্চিত করেন যে সম্ভাব্য মামলা-মোকদ্দমা বাধা সত্ত্বেও জমি হারানোদের ক্ষতিপূরণ দেওয়া হবে।


