ঘন কুয়াশার দাপট,বিপাকে যাত্রীরা

ফের কুয়াশায় আছন্ন রাজধানী। বিঘ্নিত হলো বেশ কিছু ট্রেন পরিষেবা। দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে দিল্লি সহ দিল্লির পাশ্ববর্তী এলাকায় কমেছে দৃশ্যমানতা। তার সঙ্গে…

Delhi Air pollution smog at danger level

short-samachar

ফের কুয়াশায় আছন্ন রাজধানী। বিঘ্নিত হলো বেশ কিছু ট্রেন পরিষেবা। দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে দিল্লি সহ দিল্লির পাশ্ববর্তী এলাকায় কমেছে দৃশ্যমানতা। তার সঙ্গে বেরেছে কুয়াশার দাপটও। ফলে চরম দূর্গোভের স্বীকার হতে হচ্ছে জনসাধারণকে।

   

এর আগেও তীব্র কুয়াশা জনিত কারণে বিঘ্নিত হয়েছিল ট্রেন সহ -বিমান পরিষেবা। আবার শুক্রবার সকালে দিল্লির কিছু অংশে তীব্র কুয়াশা ছড়িয়ে পড়ার ফলে দৃশ্যমানতা কমে যায় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। শুক্রবার সকালে শহরের ন্যূনতম তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের ১.২ ডিগ্রী বেশি। এবং বায়ু মান ছিল “দুর্বল” ক্যাটাগরিতে, যা ২৯৪ এআইকিউ রিডিং রেকর্ড করা হয়।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে, আগামী শনিবার তীব্র কুয়াশা থাকবে এবং রবিবারে ও ঘন কুয়াশার পরিস্থিতি থাকতে পারে দিল্লিতে।

শীতকালে কুয়াশার কারণে পরিবহণ ব্যবস্থা প্রায়ই বাধাগ্রস্ত হয়। উত্তর ভারত এর আগেও এই সমস্যার সম্মুখীন হয়েছে বার বার। এবারও ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের বিভিন্ন ট্রেনের সময়সূচীর বড় ধরনের বিঘ্ন ঘটেছে । বহু ট্রেন ঘন্টার পর ঘন্টা দেরি করছে স্ট্রেশানে পৌঁছাতে। ফলে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের ।

ভারতীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, উনচাহার এক্সপ্রেস ২১৫ মিনিট দেরি করেছে, ফলে যাত্রীদের বড় ধরনের অস্বস্তির সম্মুখীন হতে হয়েছে ।
এছাড়া, কাইফিয়াত এক্সপ্রেস ১৭৮ মিনিট দেরিতে চলছে। প্রয়াগরাজ এক্সপ্রেস ১১০ মিনিট দেরিতে, এবং বিক্রমশীলা এক্সপ্রেস ১১৯ মিনিট দেরিতে। অন্যদিকে এপি এক্সপ্রেস প্রায় ২৪০ মিনিট দেরিতে চলেছে। আরকেএমপি এনজেডএম এসএফ এক্সপ্রেস ১০৯ মিনিট দেরিতে ছিল।