যোগী রাজ্যে দলিত যুবকের ওপর পৈশাচিক অত্যাচার! ক্ষোভে ফুঁসছে বিরোধীরা

লখনউ: ফের যোগীরাজ্যে ‘উচ্চবর্ণের’ হাতে অত্যাচারের শিকার দলিত (Dalit) যুবক। ঘটনার ভিডিও ভাইরাল হতেই যুবকের সঙ্গে দেখা করতে গেল কংগ্রেসের (Congress) প্রতিনিধিদল। জানা গিয়েছে, সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাওয়া জেলার ভরথনা থানা এলাকার রাণীনগরে এক দলিত যুবককে বেধড়ক মারধোর, গালিগালাজ করে কিছু ব্যক্তি। এমনকি তাঁর উপর প্রস্রাব ফেলা হয় বলেও অভিযোগ।

Advertisements

নির্যাতিত সুমিত দিবাকর নামক ওই দলিত (Dalit) যুবক পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলেন, পুরানা ভরথনা মহল্লার বাসিন্দা নন্দন গুপ্ত, লাড্ডু গুপ্ত এবং সত্যেন্দ্র কুমার তাকে রাস্তার মাঝে থামিয়ে প্রথমে জাতপাতমূলক গালিগালাজ করে। এরপর তাকে মোরগের মতো দাঁড় করিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এমনকি, অভিযুক্তরা তাকে হত্যার হুমকিও দেয়।

   

ঘটনাটি গত ৮ অক্টোবর ঘটলেও সম্প্রতি ভিডিও ভাইরাল হওয়ায় নড়েচড়ে বসেছে পুলিশ ও বিরোধীরা। ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত দলিত যুবক। পুলিশ SC-ST আইন সহ প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে যে ভিডিওটি তদন্তাধীন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেইদসঙ্গে ঘটনার সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত জনসাধারণকে গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ।

নির্যাতিত দলিত যুবকের সঙ্গে দেখা করে কংগ্রেস প্রতিনিধি দল

Advertisements

ঘটনার ভিডিও ভাইরাল এবং সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেসের (Congress) রাজ্য সভাপতি অজয় রাইয়ের নির্দেশে, কংগ্রেস নেতাদের একটি প্রতিনিধি দল নির্যাতিত দলিত যুবকের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যায়। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক ব্রিজেন্দ্র বিয়াসের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ভরথনা কোতোয়ালি এলাকার রাণীনগরে ভুক্তভোগী দলিত যুবক সুমিত দিবাকরের বাড়িতে পৌঁছয়।

নেতারা সুমিতের সাথে দেখা করে পুরো মামলার খোঁজখবর নেন এবং তাঁকে সম্ভাব্য সকল সহায়তা ও ন্যায়বিচারের আশ্বাস দেন। কংগ্রেস নেতারা বলেন, দলিতদের (Dalit) উপর সংঘটিত অত্যাচারের বিরুদ্ধে তাঁদের দল নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে। প্রাক্তন বিধায়ক এবং কানপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্রিজেন্দ্র ব্যাস বলেছেন যে যোগী সরকারের অধীনে অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। দলিত সম্প্রদায়ের উপর অত্যাচার বাড়ছে। কংগ্রেস দল প্রতিটি ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।

ইটাওয়ার কংগ্রেসের জেলা ইনচার্জ সুমন তিওয়ারি বলেন যে জেলায় দলিত সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে কংগ্রেস তাঁদের পাশে আছে এবং তাঁরা কোনও অন্যায় সহ্য করবে না। এদিকে, জেলা সহ-সভাপতি সতীশ নাগার বলেন যে কংগ্রেস দল দলিত বিরোধী নীতি এবং জনবিরোধী বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নামবে। প্রতিনিধি দলে ছিলেন অনিল যাদব, প্রশান্ত তিওয়ারি, ভুরে পাল, সুখরাম সিন্ধি, অনুরাগ কর্ণ, আরশাদ আলী, অবধেশ মিশ্র এবং ব্রজেশ শর্মা।