লখনউ: বছরের বিশেষ কিছু ঘটনার নিদর্শন প্রতিবারই ফুটে ওঠে দুর্গাপুজোর (Durga Puja) মন্ডপে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের পুজো মন্ডপে অসুর-রুপে ‘ট্রাম্প-ইউনুস-শরিফ’ ভাইরাল! এবার ট্রাম্পের শুক্ল-কে অসুর রূপে বধ করছেন মার দুর্গা! লখনউ-এর পুজো মন্ডপের অভিনব থিম নজর কাড়ছে দরশনার্থী থেকে শুরু করে নেটিজেনদের।
বলা বাহুল্য, উৎসব শুরুর আগেই ভারতীয় পণ্যের উপর ৫০% এবং ওষুধের উপর ১০০% চড়া শুল্কে (Tariff) ত্রাহি ত্রাহি রব ভারতের বাজারে। তার উপ এইচ১বি ভিসা। এবার নবরাত্রি বা দুর্গাপুজোর আগেই ট্রাম্পের ভিসা-শুল্কের খাঁড়ার ঘা পড়েছে ভারতের বুকে। তার জবাব স্বয়ং দেবী দুর্গার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পুজো কর্তৃপক্ষরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পুজো মন্ডপগুলির বিষয়ে ভিন্নমত পোষণ করছেন নেটিজেন থেকে শুরু করে দর্শনার্থীরা। কেউ কেউ এই চিত্রগুলিকে সাহসী রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এগুলিকে ধর্মীয় উৎসবের অনুপযুক্ত ব্যবহার বলে মনে করছেন।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটি ঠিক নয়। পূজা কোনও রসিকতা নয়।” উৎসবকে অরাজনৈতিক রাখার পক্ষেই উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। আবার
বিতর্ক সত্ত্বেও, প্যান্ডেলগুলি দেখার জন্য উপচে পড়ছে মানুষের ভিড়। অনেকেই মনে করছেন, অশুভ শক্তির মত ভারতের বিদ্যমান রাজনৈতিক এবং পারিপার্শ্বিক সমস্যাগুলিকেও বিনাশ করবেন মা দুর্গা। ট্রাম্পের শুল্ক-ভিসার খাঁড়া হোক বা ইউনুস-শরিফের আস্ফালন, দেবী দুর্গার কাছে পরাস্ত হবে দেশের সকল ‘শত্রু’-ই এই ভাবাবেগ থেকেই মন্ডপগুলি সাজিয়ে তুলেছেন পুজো কর্মকর্তারা।