দিল্লির আবগারি নীতি মামলায় ফের চাপ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৮ আগস্ট পর্যন্ত বাড়াল।
জানা গিয়েছে, তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে হাজির করা হয়। সিবিআইয়ের তরফে দায়ের করা দিল্লির আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের হেফাজতের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই বিধানসভা ভোটের আবহে এই ঘটনা আম আদমি পার্টির জন্য যথেষ্ট ধাক্কার সেটা বলাই বাহুল্য।
উল্লেখ্য, সম্প্রতি তিহাড় জেল থেকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এর আগে আবগারি নীতি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় আদালত ২৫ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছিল, যার তদন্ত চলছে সিবিআইয়ের বিরুদ্ধে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেজরিওয়ালকে বিশেষ বিচারক কাবেরী বাওয়েজার সামনে হাজির করা হয়। বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি।
অন্যদিকে, আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট ১৭ জুলাই তার আদেশ সংরক্ষণ করেছে।
কেজরিওয়াল তাঁর গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন। একই সঙ্গে সিবিআইয়ের দাবি, সম্পূর্ণ প্রমাণ হাতে আসার পরেই আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। বিচারপতি নীনা বনসল কৃষ্ণও কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের বিষয়ে আদেশ সংরক্ষণ করেছেন।
Delhi Excise policy CBI case: Delhi’s Rouse Avenue Court extended the judicial custody of CM Arvind Kejriwal till August 8. He was produced through video conferencing from Tihar Jail. pic.twitter.com/nWiWKYjc0G
— ANI (@ANI) July 25, 2024