“দিল্লি হবে খালিস্তান”! অজিত ডোভালকে প্রকাশ্যে হুমকি!

নয়াদিল্লি: মাথাচাড়া দিয়ে উঠছে কানাডা-স্থিত বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি (Khalistani) সংগঠন! নামোল্লেখ করে সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে (Ajit Doval) প্রকাশ্যে হুমকি দিল ‘খালিস্তানি জঙ্গি…

নয়াদিল্লি: মাথাচাড়া দিয়ে উঠছে কানাডা-স্থিত বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি (Khalistani) সংগঠন! নামোল্লেখ করে সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে (Ajit Doval) প্রকাশ্যে হুমকি দিল ‘খালিস্তানি জঙ্গি গুরপাওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun)। সেইসঙ্গে গ্রেফতারির এক সপ্তাহের মধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে “দিল্লি হবে খালিস্তান” বলে হুঁশিয়ারি পান্নুন-এর ডানহাত ইন্দরজিত সিং গোসালের।

একটি ভিডিও বার্তায় পান্নুন বলেন, “অজিত ডোভাল, তুমি ইউরোপ বা আমেরিকায় এসে আমাদের গ্রেফতারির চেষ্টা করো না কেন? আমি তোমার জন্য অপেক্ষা করছি!” মাত্র এক সপ্তাহে সাগরেদের কানাডায় জেল-মুক্তির পর যেন দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠেছে ভারত দ্বারা চিহ্নিত খালিস্তানি (Khalistani) জঙ্গি পান্নুন।

   

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত শিখস ফর জাস্টিস সংগঠনের প্রধান পান্নুনের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগ রয়েছে। স্বাধীনতা দিবসে লাল-কেল্লায় পতাকা উত্তোলন বন্ধ করতে পারলে ১১ কোটি টাকার পুরস্কারের কোথা ঘোষণা করেছিলেন পান্নুন।

বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়েছেন পান্নুন-এর ডানহাত ইন্দরজিত

Advertisements

২০২৩-এর জুনে খালিস্তানি আন্দোলনের অন্যতম সক্রিয় বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পর আমেরিকার শিখস ফর জাস্টিস (SFJ) উগ্রবাদী সংগঠনের অন্যতম উল্লেখযোগ্য নেতা হয়ে উঠেছিলেন ইন্দরজিত সিং গোসাল (Inderjit Singh Gosal)। তাঁকে পান্নুন-এর ডানহাত মনে কড়া হয়। ওটাওয়ায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ছিল।

তার ভিত্তিতেই কানাডা পুলিশ ৩৬ বছরের গোসালকে গত সপ্তাহে গ্রেফতার করে। সেইসঙ্গে নিউ ইয়র্কের পিকভিলের ৪১ বছর বয়সী জগদীপ সিং এবং টরন্টোর ২৩ বছর বয়সী আরমান সিং-কেও গ্রেফতার করা হয়। মুক্তি পেয়েই গোসাল বএন, “ভারত, আমি ছাড়া পেয়ে গেছি। আগামী ২৩ নভেম্বর পান্নুনের সমর্থনে খালিস্তান গণভোট আয়োজিত হবে। দিল্লি হবে খালিস্তান”।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News