শীতকালীন দূষণ কমাতে ‘গ্রিন ওয়ার রুম’ তৈরি করল দিল্লি সরকার

দেশে শীত প্রবেশের বাকি আর মাত্র কয়েকটা মাস। প্রতিবছর শীতে কার্যত নাজেহাল অবস্থার সৃষ্টি হয় দেশের রাজধানী দিল্লিতে (Delhi Weather)। শীত শুরু হওয়ার পর থেকে…

green-were-room

দেশে শীত প্রবেশের বাকি আর মাত্র কয়েকটা মাস। প্রতিবছর শীতে কার্যত নাজেহাল অবস্থার সৃষ্টি হয় দেশের রাজধানী দিল্লিতে (Delhi Weather)। শীত শুরু হওয়ার পর থেকে দিল্লিতে বায়ুদূষণের পরিমাণ বাড়তে থাকে। দিল্লিতে AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) এর স্তর অত্যন্ত বিপজ্জনক হয়ে যায়।

এই কারনে দিল্লি সরকার বায়ু দূষণ মোকাবেলায় ‘গ্রিন ওয়ার রুম'(Green War Room) তৈরি করেছে। ‘গ্রিন ওয়ার রুম’ আওতায় ২১ টি ফোকাস পয়েন্টে বিশষ নজর দেওয়া হবে । এর জন্য মোট 948 টি টিম গঠন করা হয়েছে। যারা দূষণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম মনিটর করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন জমা দেবে এবং পদক্ষেপের সুপারিশ করবে।

   

সোমবার পরিবেশ মন্ত্রী গোপাল রাই শীতকালীন দূষণ ২৪ ঘন্টা পর্যবেক্ষণের জন্য দিল্লি সচিবালয়ে ‘গ্রিন ওয়ার রুম’ (Green War Room) চালু করেছেন। দিল্লিতে (Delhi Weather) শীতকালীন দূষণ মোকাবিলায় অনেক সংস্থা কাজ করবে , তাদের সমন্বয়ে এই ‘গ্রিন ওয়ার রুম’ চালু করা হয়েছে । ‘গ্রিন ওয়ার রুম’ (Green War Room) নজরদারির জন্য আট সদস্যর একটি টিম করা হয়েছে।

এই আট সদস্যকে নেতৃত্ব দেবেন পরিবেশ বিজ্ঞানী ড. নন্দিতা মৈত্র। ‘গ্রিন ওয়ার রুম'(Green War Room) থেকে ৭ ভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও পরিবেশবীদের মোতায়েন করা হয়েছে দূষণের কারণ বিশ্লেষণ করতে। এই দলটি প্রথমিক দূষণের কারণ খতিয়ে দেখবে, দূষণ রোধে ব্যবস্থা নেবে এবং গ্রিন অ্যাপ থেকে প্রাপ্ত অভিযোগের প্রতিকার করবে। পাশাপাশি প্রতিবেশী রাজ্যের কতটা পরিমাণ খড় পোড়ানো হচ্ছে সেদিকে সেটালাইটের মাধ্যমে নজর রাখবে।

দিল্লি গ্রিন অ্যাপে পাওয়া অভিযোগ গুলি ৩৩ টি সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখবে। এর মধ্যে রয়েছে এমসিডি, পিডব্লিউডি, ডিডিএ, রাজস্ব বিভাগ, ডিএসআইআইডিসি, দিল্লি জলবোর্ড, এনডিএমসি, দিল্লি মেট্রো, ডিইউএসআইবি, দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, পরিবহন বিভাগ, রেলওয়ে।