আপনিও কি আগামী দিনে ট্রেনে ভ্রমণ করার পরিকল্পনা করছেন? তাহলে ট্রেনের টিকিট কাটার আগে সাবধান। কারণ ফের একবার বহু ট্রেন বাতিল (Train Cancelled) করে দিল রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন।
বিগত কিছু মাস ধরে শিয়ালদহ, হাওড়া ডিভিশনে কিছু না কিছু কারণ দেখিয়ে বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়। আবার কিছু ট্রেনের রুট পরিবর্তন তো আবার কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করে দেয় পূর্ব রেল। তবে এখনই কিন্তু থামছে না যাত্রী ভোগান্তি। এবার দিল্লি থেকে দেরাদুন ও হরিদ্বারগামী যাত্রীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। রেল এই রুটে চলাচলকারী অনেক ট্রেন বাতিল করেছে এবং অনেক ট্রেনের রুট পরিবর্তন করেছে।
রেল সূত্রে জানা যাচ্ছে, আসলে রুরকি-দেওবন্দ রেল সেকশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। এতে আগামী কয়েকদিন যাত্রীদের সমস্যা হবে। মোরাদাবাদ ডিভিশনের রুরকি-দেওবন্দ রেলওয়ে সেকশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। এর জেরে আগামী কয়েকদিন এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হবে। এর ফলে দিল্লি থেকে যাতায়াতকারী যাত্রীদের চরম ভোগান্তি যে হবে তা বলাই বাহুল্য।
কোন কোন ট্রেন বাতিল থাকবে জানেন? জানিয়ে রাখি, ট্রেন নম্বর 22457/22458 আনন্দ বিহার টার্মিনাল-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস, 14303/14304 ওল্ড দিল্লি-হরিদ্বার এক্সপ্রেস এবং ট্রেন নম্বর 14305/14306 পুরাতন দিল্লি-হরিদ্বার এক্সপ্রেস। আমেদাবাদ-ঋষিকেশ এক্সপ্রেস (১৯০৩১) ৩০ জুন থেকে ২ জুলাই এবং যোগ নাগরি ঋষিকেশ-আহমেদাবাদ এক্সপ্রেস (১৯০৩২) ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত বাতিল থাকবে।
এছাড়া জয় নগর-অমৃতসর (১৪৬৭৩) এবং জয়নগর-অমৃতসর (১৪৬৪৯) ১ জুলাই কাঁথ, ধামপুর, নাজিবাদ, লাকসার, রুরকিতে থামবে না। নয়াদিল্লি এক্সপ্রেস-দেরাদুন শতাব্দী এক্সপ্রেস (১২০১৭/১২০১৮) ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত নয়াদিল্লি থেকে সাহারানপুর পর্যন্ত চলবে।