প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক? খলিস্তানি ও জিহাদি জঙ্গিদের পোস্টারে ছয়লাপ দিল্লি

নয়াদিল্লি: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার আশঙ্কায় দিল্লি পুলিশ হাই-অ্যালার্ট জারি করেছে।…

Delhi Republic Day security alert

নয়াদিল্লি: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার আশঙ্কায় দিল্লি পুলিশ হাই-অ্যালার্ট জারি করেছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, মেট্রো স্টেশন এবং জনাকীর্ণ বাজারে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিদের ছবি সংবলিত নতুন পোস্টার সাঁটানো হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে কানাডায় ঘাঁটি গেড়ে থাকা খালিস্তানি জঙ্গি অর্শদীপ সিং ওরফে অর্শ ডালা।

Advertisements

তালিকার শীর্ষে খলিস্তানি জঙ্গি অর্শ ডালা

খালিস্তান টাইগার ফোর্সের (KTF) বর্তমান প্রধান অর্শ ডালা এখন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান মাথাব্যথা। ২০২৩ সালের জুনে কানাডায় হরদীপ সিং নিজ্জর নিহত হওয়ার পর এই গোষ্ঠীর ব্যাটন হাতে নেয় ডালা। বর্তমানে সে একটি আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী-গ্যাংস্টার সিন্ডিকেট পরিচালনা করছে। ২০২২ সালে দিল্লিতে এক হিন্দু যুবককে হত্যার ঘটনায় তার যোগসূত্র পাওয়া গিয়েছিল। শরীরে ‘শিব ও ত্রিশূল’-এর ট্যাটু দেখে ওই যুবককে খুন করা হয়েছিল যাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো যায়। ডালার মূল লক্ষ্যই হলো ভারতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করা।

   

নজরদারিতে বিদেশের মাটিতে থাকা খালিস্তানি নেতারা Delhi Republic Day security alert

পোস্টারে অর্শ ডালা ছাড়াও ‘খালিস্তান জিন্দাবাদ ফোর্স’-এর প্রধান রঞ্জিত সিং নিতা এবং পরমজিৎ সিং পাম্মার নাম ও ছবি রয়েছে। নিতার বিরুদ্ধে সীমান্ত দিয়ে অস্ত্র পাচার ও জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, পাম্মা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে আর্থিক ও রসদ জোগানের কাজ করে। দিল্লি পুলিশ এই ‘K-Terror’ বা খালিস্তানি সন্ত্রাস দমনে কোনো ফাঁক রাখতে চাইছে না।

জিহাদি মডিউল ও আল-কায়দা যোগ

শুধুমাত্র খালিস্তানি নয়, দিল্লির নিরাপত্তা গ্রিডে মোস্ট ওয়ান্টেড হিসেবে রাখা হয়েছে একাধিক জিহাদি মডিউলের সদস্যকেও। এদের মধ্যে উল্লেখযোগ্য-

মহম্মদ আবু সুফিয়ান: আল-কায়দার (AQIS) সক্রিয় সদস্য। ঝাড়খণ্ডের বাসিন্দা সুফিয়ান পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে ভারতে স্লিপার সেল তৈরির কাজে লিপ্ত ছিল বলে গোয়েন্দাদের দাবি। সে বর্তমানে আফগানিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরে গা ঢাকা দিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

মহম্মদ রেহান ও শারজিল আখতার: উত্তর-পূর্ব দিল্লির রেহান আইএসের (IS) সঙ্গে যুক্ত একটি মামলায় ওয়ান্টেড। উত্তরপ্রদেশের সম্ভালের বাসিন্দা শারজিলকেও খুঁজছে পুলিশ।

নিশ্ছিদ্র নিরাপত্তা রাজধানীজুড়ে

দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং গোয়েন্দা বিভাগ সমন্বিতভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। ভিভিআইপি এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকাগুলোতে চলছে কড়া চেকিং। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে এবং কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু দেখলেই দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে।

Advertisements