লালকেল্লা বিস্ফোরণে নয়া মোড়, NIA জানাল চাঞ্চল্যকর তথ্য

Explosion Near Radisson Hotel

নয়াদিল্লি: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi Red Fort Blast) ঘটনায় একের পর এক নতুন তথ্য উঠে আসছে। সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ঘটে এই উচ্চক্ষমতার বিস্ফোরণ, যাতে অন্তত দশজন নিহত এবং কুড়িরও বেশি মানুষ আহত হন। বিস্ফোরণের অভিঘাতে আগুন ধরে যায় একাধিক গাড়িতে এবং ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলটি দেশের অন্যতম সুরক্ষিত এলাকা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁক নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisements

বিস্ফোরণের পরপরই দিল্লি পুলিশ, এনআইএ ও ফরেনসিক দফতরের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং জীবন্ত কার্তুজ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ আনুষ্ঠানিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করেছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ডা. উমর নাবি বিস্ফোরক পদার্থ বহন করছিলেন তাঁর i20 গাড়িতে, যা থেকে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে যায়।

   

পিটিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা উদ্ধার হওয়া ডিএনএ নমুনা পরীক্ষার পর দেখেন, সেটি উমর নাবির মায়ের ডিএনএর সঙ্গে মিলে গেছে। ফলে এই ঘটনায় উমর নাবির সরাসরি যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি সম্ভবত ঘাবড়ে যান যখন ফরিদাবাদে তাঁদের “হোয়াইট কলার টেরর মডিউল” ভেঙে পড়ে। ধারণা করা হচ্ছে, সেই সময়েই এই বিস্ফোরণ ঘটে যায়।

তদন্তে প্রকাশ পেয়েছে, এই বিস্ফোরণ একক ঘটনা নয় বরং রাজধানীজুড়ে সিরিয়াল হামলার পরিকল্পনা করা হয়েছিল। ইতিমধ্যে দ্বিতীয় সন্দেহভাজন গাড়ি, একটি লাল রঙের ইকোস্পোর্ট, ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রাম থেকে উদ্ধার হয়েছে। এখন এনআইএ তল্লাশি চালাচ্ছে তৃতীয় গাড়িটির খোঁজে, যা এখনও উদ্ধার হয়নি।

Advertisements

ভুটান সফর শেষে বুধবার দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের দেখতে যান এলএনজেপি হাসপাতালে। পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে এই বিস্ফোরণকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদী হামলা ঘোষণা করে কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের মাটিতে কোনওভাবেই সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না।

ঘটনার পর রাজধানীজুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট)। বিমানবন্দর, মেট্রো স্টেশন, পর্যটন কেন্দ্র ও সরকারি ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এনআইএ সূত্রে খবর, বিদেশি অর্থযোগ ও মধ্যপ্রাচ্যভিত্তিক কিছু সংগঠনের ফান্ডিং কানেকশনও খতিয়ে দেখা হচ্ছে।