Delhi Police: আম আদমি সরকারের চর্চিত শিক্ষামন্ত্রী অতীশীর ঘরে ঢুকল ক্রাইম ব্রাঞ্চ

Atishi Marlena

দিল্লির পুরো আম আদমি সককারই কি জেলে যাবে? এমনই প্রশ্ন তীব্র চর্চিত। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরে এবার দিল্লির শিক্ষামন্ত্রী অতীশির বাড়িতে পুলিশ (Delhi Police) ।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপির AAP বিধায়কদের শিকার করার চেষ্টা করার অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশের কাছ থেকে নোটিশ পাওয়ার একদিন পরে, অপরাধ শাখা আজ অতীশির বাসভবনে পৌঁছে যায়।

দিল্লির আম আদমি সরকারের বিশেষ চর্চিত অতীশী মারলেনা। তিনি একজন শিক্ষাবিদ। সরকারি বিদ্যালয়ে পঠন পাঠন উন্নয়নে তাঁর ঝটিকা সফর ও ‘অলস’ শিক্ষক-শিক্ষকাদের শাস্তি দিতে কড়া ভূমিকা নিয়েছেন বারবার। দিল্লির কালকাজি বিধানসভার আম আদমি বিধায়ক অতীশী মারলেনা বারবার তাঁর সরকারের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালেরল পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন।

   

দিল্লি সরকারের বিরুদ্ধে মদ কেলেঙ্কারির মামলা করেছে ইডি। এতে বারবার জেরায় গরহাজির হন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি বলেন ভুয়ো মামলায় গ্রেফতারির চেষ্টা চলছে। তাঁর সমর্থনে সরব হন অতীশী। এর মাঝে কেজরির দাবি তাঁর সরকারকে ফেলতে চায় বিজেপি। কয়েকজন বিজেপি বিধায়ক জড়িত। দিল্লি পুলিশ নোটিশ পাঠিয়ে ওইসব বিধায়কদের নাম জানাতে বলে। নিরুত্তর থাকেন কেজরিওয়াল।একই মামলায় অতীশীর ঘরে গেল ক্রাইম বাঞ্চ।

আসছে….

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন