Delhi Murder: বান্ধবীকে নিয়ে ঝগড়ার জেরে দিল্লিতে প্রকাশ্যে খুন ছাত্র

Nikhil

গার্লফ্রেন্ড নিয়ে ঝগড়ার জেরে খুন। দিল্লিতে প্রকাশ্যে কলেজের বাইরে ছুরিকাঘাতে খুন (Delhi Murder) করা হলো ছাত্রকে। নিহতের নাম নিখিল চৌহান। ১৯ বছর বয়সী নিখিলের রক্তাক্ত দেহ মিলেছে।

দিল্লিতে আর্যভট্ট কলেজের বাইরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে নিখিলকে। সে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জানা গিয়েছে নিখিলের সাথে অন্য এক ছাত্রের ঝগড়া হয়েছিল। এই ঝগড়ার কারণ, বান্ধবীর সাথে খারাপ ব্যবহার। এই ঝগড়ার পকই ছুরি মেরে খুন করা হলো নিখিলকে। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।

   

এদিকে দিল্লিতে প্রকাশ্যে দুই মহিলাকে গুলি করে খুনের ঘটনাও ঘটেছে। এর পর পরই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খুনের ঘটায় রাজধানীতে নিরাপত্তা প্রশ্ন তীব্র।

জানা গেছে, নিখিল বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং-এ ভর্তি হয়েছিল এবং সে ক্লাস করতে কলেজে এসেছিল। রবিবার অভিযুক্ত ছাত্র তার তিন সঙ্গী নিয়ে কলেজ গেটের বাইরে এসে নিখিলকে খুন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতিবাগের চরক পালিকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নিখিল রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্সের প্রথম বর্ষের ছাত্র নিখল পশ্চিম বিহারের বাসিন্দা। নিখিলের মৃত্যুর সঙ্গে, দক্ষিণ পশ্চিম দিল্লি জেলায় ২৪ ঘণ্টার কম সময়ে মোট তিনটি খুনের ঘটনা ঘটেছে। দিল্লির আর কে পুরম এলাকায় দুই বোনকে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পরই নিখিলের খুনের ঘটনা ঘটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন