নেটফ্লিক্স-রেড চিলিজকে তলব করল দিল্লি হাইকোর্ট

বলিউডে প্রভাব, ক্ষমতা এবং সত্য-মিথ্যার টানাপোড়েন ঘিরে তৈরি ওয়েব সিরিজ ‘The Ba***ds of Bollywood’ এখন আদালতের নজরে। সম্প্রতি, দিল্লি হাইকোর্ট Netflix ও Red Chillies Entertainment,…

Delhi HC Sends Notice to Netflix, Red Chillies Over Series Row

বলিউডে প্রভাব, ক্ষমতা এবং সত্য-মিথ্যার টানাপোড়েন ঘিরে তৈরি ওয়েব সিরিজ ‘The Ba***ds of Bollywood’ এখন আদালতের নজরে। সম্প্রতি, দিল্লি হাইকোর্ট Netflix ও Red Chillies Entertainment, এবং আরও কিছু টেক সংস্থার বিরুদ্ধে প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসার সামীর ওয়াংখেড়ে-র করা ২ কোটি টাকার মানহানির মামলায় সমন জারি করেছে।

Advertisements

সামীর ওয়াংখেড়ে দাবি করেছেন, এই ওয়েব সিরিজটি ইচ্ছাকৃতভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে ছোট করার জন্য বানানো হয়েছে। তাঁর বক্তব্য, এটি শুধুমাত্র এক ব্যক্তিকে কালিমালিপ্ত করার চেষ্টাই নয়, বরং তাঁর ব্যক্তিগত ও পেশাদার ভাবমূর্তির ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞাপন

সামীর ওয়াংখেড়ে ২০২১ সালে দেশজুড়ে শিরোনামে উঠে এসেছিলেন, যখন তিনি NCB-র পক্ষ থেকে ‘ক্রুজ ড্রাগস কাণ্ড’-এর নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় আরিয়ান খান, অভিনেতা শাহরুখ খানের পুত্র, গ্রেফতার হন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক, মিডিয়া ও বলিউড মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

সম্প্রতি Red Chillies Entertainment প্রযোজিত ও Netflix-এ সম্প্রচারিত ‘The Ba***ds of Bollywood’ সিরিজে একটি চরিত্রকে সামীর ওয়াংখেড়ের সঙ্গে আশ্চর্যরকম মিল রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। সেই চরিত্রের একটি দৃশ্যে দেখা যায়, তিনি ‘সত্যমেব জয়তে’ বলে মধ্যমা প্রদর্শন করছেন, যা সামীরের মতে শুধুমাত্র আপত্তিকর নয়, বরং জাতীয় সম্মান অবমাননা আইনের (Prevention of Insults to National Honour Act, 1971) লঙ্ঘন।

আদালতের তরফে সমন জারি হওয়ার পর Netflix এবং Red Chillies-কে আগামী দিনে আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে। মামলার শুনানি কবে হবে, বা আদালত প্রথম ধাপে কোনও স্থগিতাদেশ জারি করে কিনা, সে দিকেই এখন নজর।