Home Bharat Arvind Kejriwal: বড় ঝটকা খেলেন মুখ্যমন্ত্রী, তবে কি গ্রেফতার?

Arvind Kejriwal: বড় ঝটকা খেলেন মুখ্যমন্ত্রী, তবে কি গ্রেফতার?

arvind

লোকসভা ভোটের মুখে ফের চাপের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার দিল্লি হাইকোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বলপ্রয়োগমূলক পদক্ষেপ থেকে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দিতে অস্বীকার করেছে এবং বলেছে যে এই পর্যায়ে কোর্ট অন্তর্বর্তীকালীন স্বস্তি দিতে আগ্রহী নয়।

Advertisements

তবে আদালত এই নতুন অন্তর্বর্তী আবেদনের বিষয়ে ইডির কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে এবং বিষয়টি ২২ এপ্রিল, ২০২৪ এর জন্য তালিকাভুক্ত করেছে। এর আগে, কেজরিওয়ালের পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি বলেছিলেন যে, ‘তদন্তকারী সংস্থা যা তথ্য বা তথ্য চায় তা তিনি দিতে প্রস্তুত, তবে আমার মক্কেল আশঙ্কা করছেন যে তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করতে পারে। এমন পরিস্থিতিতে গ্রেফতারের সময় সুরক্ষার প্রয়োজন রয়েছে।’ 

   

কেজরিওয়ালের আবেদনের ওপর ফের শুনানি শুরু হয়। ইডির তরফে জানানো হয়েছে, প্রথমত, পিটিশনের ভিত্তিতে প্রশ্ন হল, ২২ এপ্রিলের জন্য একটি পিটিশন তালিকাভুক্ত হলে কীভাবে অন্তর্বর্তী আদেশ জারি করা যেতে পারে।

ইডি আরও জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল লোকসভায় প্রার্থী নন। এর উত্তরে আদালত বলে,  কিন্তু কেজরিওয়াল তো দলের পৃষ্ঠপোষক। এরপরই ইডি আদালতকে প্রশ্ন করে, ‘আমরা কখন বলেছিলাম যে ওঁকে গ্রেফতার করার জন্য ডাকছি?’ 

Advertisements