ধনকর হত্যা মামলায় কুস্তিগীর সুশীল কুমারকে জামিন দিল্লি হাইকোর্টের

delhi-hc-bail-sushil-kumar-sagar-dhankar-murder-case

ভারতীয় কুস্তিগীর সুশীল কুমারকে সাগর ধনকর হত্যা মামলায় মঙ্গলবার (৪ মার্চ) দিল্লি হাইকোর্ট নিয়মিত জামিন করেছে। বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চ ৫০,০০০ টাকার জামিন বন্ড এবং সমপরিমাণের দুটি জামিনদারের শর্তে তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছেন। বিস্তারিত আদেশ এখনও প্রকাশিত হয়নি। ২০২১ সালের ৪ মে রাতে জুনিয়র কুস্তিগীর সাগর ধনকরের হত্যার ঘটনায় সুশীল গ্রেফতার হয়েছিলেন।

Advertisements

এই মামলায় সুশীল কুমার ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে বিচার চলছে। তাঁর আইনজীবী আর এস মালিক ও সুমিত শোকিন আদালতে জানান, সুশীল গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন। তিন বছরে ১৮৬ জন প্রসিকিউশন সাক্ষীর মধ্যে মাত্র ৩০ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচার প্রক্রিয়ার ধীরগতি ও দীর্ঘ হেফাজতের কথা তুলে তাঁরা জামিনের আবেদন করেন। আদালত তাঁদের যুক্তি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৪ মে রাতে ছত্রসাল স্টেডিয়ামে। পুলিশের তদন্ত অনুযায়ী, সুশীল কুমার ও অন্যান্য অভিযুক্তরা সাগর ধনকর ও তাঁর সঙ্গীদের উপর হামলা চালায়। এই হামলায় সাগর গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে, কারণ সুশীল কুমার ভারতের অন্যতম সফল ক্রীড়াবিদ।

সুশীলের ক্রীড়া ক্যারিয়ার অত্যন্ত গৌরবময়। ২০০৮ সালে বেজিং অলিম্পিকসে তিনি ব্রোঞ্জ পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন। এর চার বছর পর, ২০১২ সালে লন্ডন অলিম্পিকসে তিনি রুপোর পদক অর্জন করেন। দুটি অলিম্পিক পদক জয়ী এই কুস্তিগীরের এমন একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া অনেকের কাছেই অবিশ্বাস্য ছিল।

Advertisements

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে হাঁটুতে অস্ত্রোপচারের জন্য সুশীলকে ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল। তবে এবার নিয়মিত জামিন পাওয়ায় তিনি হেফাজত থেকে মুক্তি পাবেন। যদিও জামিন মঞ্জুর হলেও, তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সাগর ধনকর হত্যাকাণ্ডের পর থেকে এই মামলা নিয়ে বিতর্ক ও আলোচনা চলছে। সুশীলের জামিন মঞ্জুরির খবর নতুন করে এই ঘটনাকে আলোচনায় এনেছে। আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এখন সবার চোখ।