Delhi Encounter: দিল্লির বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কে গুলির লড়াই

রাজধানী সরগরম। দিল্লির চিত্তরঞ্জন পার্কে চলল পুলিশ ও দুষ্কৃতিদের (Delhi Encounter) গুলির লড়াই। তদন্তে দিল্লি (Delhi) পুলিশ। ধৃত এক দুষ্কৃতি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন…

Delhi Encounter: দিল্লির বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কে গুলির লড়াই

রাজধানী সরগরম। দিল্লির চিত্তরঞ্জন পার্কে চলল পুলিশ ও দুষ্কৃতিদের (Delhi Encounter) গুলির লড়াই। তদন্তে দিল্লি (Delhi) পুলিশ। ধৃত এক দুষ্কৃতি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে চিত্তরঞ্জন পার্কে একদল দুষ্কৃতি ঢুকে পড়ার খবর পায় তারা। পুলিশ অভিযান চালিয়ে  ঘিরে ফেলে। আত্মসমর্পণ করতে বললে দুষ্কৃতিরা পুলিশের ওপর গুলি চালায়। চিত্তরঞ্জন পার্কের মতো গুরুত্বপূর্ণ এলাকায় রোমহর্ষক ঘটনা।

এরপর গুলি চালায় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক দুষ্কৃতি জখম হয়। তার পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী উদ্দেশ্যে দুষ্কৃতিরা এসেছিল, কোনও নাশকতার ছক ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দিল্লির রোহিনী আদালতের ভেতরে পুলিশের সঙ্গে কয়েকজন গ্যাংস্টারের খণ্ডযুদ্ধ বাঁধে। সেইসময় এই ঘটনায় তিনজন নিহত হয় ।

Advertisements

গত ২২ এপ্রিল সেই রোহিনী আদালতেই দ্বিতীয় বার গুলি চলে। নিরাপত্তায় থাকা এক জওয়ানের সঙ্গে এক ব্যক্তির হাতাহাতি বেঁধে যায়। এরপর ওই জওয়ান গুলি চালিয়ে দেন। গুলিতে দুজন আহত হন।

এবার চিত্তরঞ্জন পার্কের মতো অতি গুরুত্বপূর্ণ ও বাঙালি অধ্যুষিত এলাকায় দুষ্কৃতিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই ঘিরে প্রবল উত্তেজনা। বারবার রাজধানীতে এমন কেন হচ্ছে উঠছে প্রশ্ন।