HomeBharatDelhi Election Result: দিল্লি নির্বাচনে পরাজিত তিহার ফেরত মনীশ-কেজরি

Delhi Election Result: দিল্লি নির্বাচনে পরাজিত তিহার ফেরত মনীশ-কেজরি

- Advertisement -

পরাজিত দিল্লির (Delhi Election) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ (AAP) নেতা মনীশ সিসোদিয়া (Manish Sisodia)। জাংপুরা বিধানসভা (Jangpura Assembly) থেকে ৬০০ ভোট পরাজিত হলেন তিনি। এই বিধানসভা থেকে জয়ী বিজেপির (BJP) তারবিন্দর সিং মারওয়ার (Tarvinder Singh Marwah)।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সিসোদিয়া তার পরাজয় স্বীকার করে বলেন, “এটা জনগণের সিদ্ধান্ত, আমি তাদের সম্মান করি। আমাদের দলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “আমরা পরাজয় মেনে নেব, তবে আমাদের লড়াই চলবে, কারণ দিল্লির মানুষের জন্য আমাদের কাজ কখনো থামবে না।”

   

বিজেপির প্রার্থী তারবিন্দর সিং মারওয়া এই বিজয়ে উল্লাসিত। তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি জাংপুরা জনগণের ধন্যবাদ জানাই। এই জয় তাদেরই জয়, যারা পরিবর্তনের জন্য কাজ করছেন। আমি তাদের আশ্বাস দিচ্ছি যে আমি তাদের সেবা করতে পরিশ্রম করব।”

এদিকে, সিসোদিয়া এবং তার দলের জন্য এই পরাজয় বড় ধাক্কা হতে পারে। কারণ এই আসনে তাদের শক্তি ছিল যথেষ্ট। তবে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির শক্তি এখনও দৃঢ় রয়েছে এবং এককভাবে এই পরাজয় তাদের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে না।

এই ফলাফল নিয়ে জঙ্গপুরায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে, এবং এদিন আপ নেতা পরাজয় স্বীকারের পর বিজেপির শিবিরে বিজয়ের উল্লাস চলছে। একদিকে, তারবিন্দর সিং মারওয়ার এই বিজয়কে এক বড় সাফল্য হিসেবে দেখছেন। অন্যদিকে, সিসোদিয়া তার দলের উপর ভরসা রেখেই আগামী দিনের জন্য নতুন কর্মসূচি গ্রহণ করার আশা প্রকাশ করেছেন।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular