নয়াদিল্লি: শনিবাসরীয় সকাল দিল্লিতে বইছে রাজনীতির গরম হাওয়া৷ সকাল থেকে যা ট্রেন্ড, তাতে এবার পালা বদল হবে দিল্লিতে৷ ঝাড়ু সরিয়ে পদ্ম ফুটতে চলেছে দিল্লিতে। একদিকে যখন ভোট গণনা চলছে, তখন হঠাৎ দিল্লির রাজপথে হাজির ‘পিকে’! না, এই পিকে ভোটকুশলী প্রশান্ত কিশোর নন। তাঁর নাম রঞ্জন। আমির খানের সুপারহিট ছবি ‘পিকে’র স্মৃতি উস্কেই এদিন বিজেপি’র সদর দফতরে হাজির হন তিনি৷ যা নজর কেড়েছে দিল্লিবাসীর৷ তাঁর কথায়, এই গ্রহে পদ্ম ফুটেছে। আর ঝাড়ু? সে নাকি ‘রেস্ট ইন পিস’!
রাজকুমার হিরানি পরিচালিত সুপারহিট ছবি ‘পিকে’র কথা কার না মনে আছে? সেই ছবিতে আমির খান একজন ভিনগ্রহীর চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি এই গ্রহে এসে ফেরার পথ হারিয়ে ফেলেছিলেন৷ পরে অবশ্য অনেক কাঠখড় পুড়িয়ে নিজের দেশে ফেরে সে৷ দিল্লির ছতরপুর বিধানসভা এলাকায় বিজেপির সদর দফতরে হঠাৎই হাজির সেই ‘পিকে’! পণ্ডিত পন্থ মার্গের সামনে পিকে-কে দেখে প্রশ্ন করা হয়, ‘‘এখানে যা হচ্ছে নিজের প্ল্যানেটে সেটা পাঠিয়েছেন নাকি?” একেবারে ফিল্মি কায়দায় জবাব দেন তিনি৷ বলেন, ‘‘আরে ই গোলা পে ঝাড়ু রেস্ট ইন পিস হো গ্যায়া। ফিনিশ হো গ্যায়া। কমল খিল গ্যায়া। দশ সাল পে ইতনা কিচার হো গ্যায়া ইঁহা, কে কমল খিল গ্যায়া। ইসবার ই গোলা কা লোগ রিজেক্ট কর দিয়া ঝাড়ুকো।” যার বাংলা তর্জমা করতে দাঁড়ায়, এই গ্রহে পদ্ম ফুটেছে। দশ বছর ধরে এত পাঁক জমেছে দিল্লিতে যে, এখানে এবার পদ্মফুল ফুটে গিয়েছে। আর ঝাড়ু শিবির অর্থাৎ আপের আত্মার শান্তি কামনা করি৷
বাস্তবে রতন রঞ্জন একজন শিল্পী। তিনি নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদের রূপ ধারণ করে জনতার মাঝে হাজির হন এবং হাস্যরসের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছান। তার অভিনয় এবং বক্তব্যে এমন একটি মজা থাকে, যা জনগণের মধ্যে ব্যাপক হাসির সৃষ্টি করে। এর মাধ্যমে তিনি বিভিন্ন দলের বার্তা জনতার কাছে পৌঁছে দেওয়ার কাজও করেন। তবে, কিছু মানুষ তাঁকে ভোট দেওয়ার প্রস্তাব দেন, আবার কিছু মানুষ তাঁকে মিথ্যাবাদী বলে তার উপহাসও করেন। এরকম এক পরিস্থিতিতে, তিনি আমির খানের সিনেমা পিকে-এর চরিত্র ‘পিকে’ এর রূপ ধারণ করে আসেন এবং সবার মনোরঞ্জন করেন, যা উপস্থিত জনতার মধ্যে বেশ আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করে।