নয়াদিল্লি: কোনও মহিলা ছোট পোশাক পরলে বা পানশালায় গিয়ে নাচলে, তা অপরাধ বলে গণ্য হবে না। যতক্ষণ না সাধারণ মানুষের ভাবাবেগে তা আঘাত হানছে বা তাঁদের বিরক্তি প্রকাশ করেন৷ তাই এই ধরনের কাজের জন্য কোনও মহিলার বিরুদ্ধে মামলা বা অভিযোগ করা সমীচীন নয়। একটি মামলার রায়ে এমনটাই জানাল দিল্লির একটি আদালত। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত সাত যুবতীকে বেকসুর খালাসও করে আদালত।
অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতু শর্মা ৪ ফেব্রুয়ারি এই রায় দেন। গত বছর মার্চ মাসে দিল্লির পাহাড়গঞ্জের একটি পানশালা কর্তৃপক্ষ এবং সেখানে মনোরঞ্জনে নিযুক্ত কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পানশালায় কর্মরত সাত যুবতীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা পানশালায় অশ্লীল ভাবে নাচানাচি করেন৷ যা সমাজের কাছে খারাপ বার্তা পৌঁছে দিচ্ছে৷ তাঁদের নাচগান সংস্কৃতির বিরোধী। তবে আদালত জানায়, গান শুনে নাচ করা কোনও অপরাধ নয়, এমনকি সেটা জনসমক্ষে হলেও, যতক্ষণ না তা অন্যদের জন্য বিরক্তির কারণ হয়।
আদালত আরও বলেছে, “ছোট পোশাক পরা অপরাধ নয়, এবং জনসাধারণের সামনে নাচ করাও শাস্তিযোগ্য নয়।” আদালত অভিযোগকারী পক্ষের অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার কারণে ওই মহিলাদের অব্যাহতি দেয়।
এছাড়া, বারের ম্যানেজারও অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন, তাঁর বিরুদ্ধে সিআরপিসির ধারা ১৪৪ অনুযায়ী সিসিটিভি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার জন্য অভিযুক্ত ছিলেন। আদালত জানিয়েছে, পুলিশ প্রমাণ করতে পারেনি যে, পাহারগঞ্জের এসিপির নির্দেশিকা সঠিকভাবে প্রচারিত হয়েছিল, বা অভিযুক্ত ব্যক্তি ওই নির্দেশের বিষয়ে জানতেন।
মামলার সূত্রপাত হয়েছিল দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর ধর্মেন্দরের অভিযোগের ভিত্তিতে৷ টহল দেওয়ার সময় ওই ঘটনাটি নজরে আনেন। বারে কর্মরত সাত মহিলার বিরুদ্ধে আইপিসির ধারা ২৯৪ অনুযায়ী জনসমক্ষে অশালীন আচরণের অভিযোগ আনেন৷
আদালত পুলিশের তদন্ত এবং সাক্ষীদের ওপর প্রশ্ন তোলেন, এবং মন্তব্য করেন যে পুলিশ কোনও সাক্ষ্য গ্রহণ করেনি, যদিও ওই এলাকায় দোকান এবং বাড়ি ছিল, যেখানে সাক্ষী পাওয়া যেতে পারত। সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পরে বিচারক নীতু শর্মার পর্যবেক্ষণ, যে যুবতীদের নামে অভিযোগ করা হয়েছে, তাঁরা অশ্লীল কোনও কাজ করেননি। বিচারক বলেন, ‘‘অভিযুক্ত মহিলারা শরীর অনাবৃত কোনও পোশাক পরেননি। তাঁদের নাচেও অশ্লীল ভঙ্গি দেখা যায়নি। আর যে গানে তাঁরা নাচানাচি করছেন, সেই গানগুলো নিয়েও সমাজে কোনও আপত্তি নেই।’’