দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। গত রবিবার তিনি ঘোষণা করছিলেন যে আজ মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এই নিয়ে আজ তাঁর বাসভবনে দফায় দফায় বৈঠকও শুরু হয়েছে। এবার জানা যাচ্ছে, আজকের এই বৈঠক থেকে দিল্লির আগামী মুখ্যমন্ত্রী কে হতে পারেন তাঁর নাম প্রস্তাব করলেন অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশির নাম প্রস্তাব করেছেন। দিল্লি আম আদমি পার্টির পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। দিলীপ পাণ্ডে প্রস্তাব দেন, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর নাম ঠিক করুন। সব বিধায়ক এই প্রস্তাবকে সমর্থন করেছেন। সব বিধায়ক উঠে দাঁড়িয়ে প্রস্তাব গ্রহণ করেন।
দিল্লির শিক্ষানীতি প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অতিশীকে কেজরিওয়াল এবং সিসোদিয়া উভয়েরই আস্থাভাজন হিসাবে বিবেচনা করা হয়। প্রায় ১৮টি বিভাগ সামলানো অতিশীর এখন প্রশাসনে ভালো অভিজ্ঞতা রয়েছে। মিডিয়ার সামনে দলের পক্ষকে জোরালোভাবে তুলে ধরেছেন তিনি। অতিশীকে মুখ্যমন্ত্রী করে কেজরিওয়াল বিধানসভা নির্বাচনের আগে অর্ধেক জনসংখ্যাকে টার্গেট করার চেষ্টা করেছেন।
মদ কেলেঙ্কারিতে বেশ কয়েক মাস কাটানোর পর জেল থেকে বেরিয়ে এসে রবিবার পদত্যাগের কথা ঘোষণা করেন কেজরিওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেবেন। কেজরিওয়াল বলেছেন, নির্বাচনে জয়ী না হওয়া পর্যন্ত এবং জনগণের কাছ থেকে সততার শংসাপত্র না পাওয়া পর্যন্ত তিনি আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না।
Delhi CM Arvind Kejriwal proposes the name of Delhi Minister Atishi as the new Chief Minister. She has been elected as the leader of Delhi AAP Legislative Party: AAP Sources pic.twitter.com/65VPmPpA39
— ANI (@ANI) September 17, 2024