আজ মঙ্গলবার দিল্লিতে বড়সড় আন্দোলনের দাক দিয়েছে আম আদমি পার্টি। এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবাস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে দলের তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সকাল থেকে সরগরম হয়ে রয়েছে দেশের রাজধানী। এরই মাঝে ইডির হেফাজত থেকে দ্বিতীয় নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
আজ ইডি হেফাজত থেকে দ্বিতীয় সরকারি নির্দেশ জারি করলেন কেজরিওয়াল। আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, ‘কেজরিওয়াল স্বাস্থ্য মন্ত্রককে নির্দেশ দিয়েছেন যে মহল্লা ক্লিনিকগুলিতে দরিদ্রদের জন্য ওষুধের অভাব চলবে না। জনগণকে বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ সরবরাহ করতে হবে।‘
এর আগে গত ২৪ মার্চ জলমন্ত্রকের নামে প্রথম সরকারি নির্দেশ জারি করেছিলেন কেজরিওয়াল। তিনি জলমন্ত্রী অতিশীকে দিল্লিতে যেখানে জলের ঘাটতি রয়েছে সেখানে ট্যাঙ্কারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। আদালতে হাজিরার সময় তিনি বলেছিলেন, তিনি পদত্যাগ করবেন না, প্রয়োজনে জেল থেকেই সরকার পরিচালনা করবেন।
উল্লেখ্য, আবগারি কেলেঙ্কারিতে জড়িত কেজরিওয়ালকে ২১ মার্চ তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল ইডির তরফে। আগামী ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তাঁরা।
#WATCH | Delhi: AAP leader and Delhi Minister Saurabh Bharadwaj says, “Even from the ED custody, Delhi CM is worried about the health care of the state… He is worried that because he is jailed, the people of Delhi should not suffer because of it… The CM has received… pic.twitter.com/rBCQ98raOw
— ANI (@ANI) March 26, 2024