অসুস্থ মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: ফের একবার শিরোনামে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি হল বলে খবর। Advertisements আম আদমি পার্টির…

Rajasthan,CM, Breaking News

নয়াদিল্লি: ফের একবার শিরোনামে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি হল বলে খবর।

Advertisements

আম আদমি পার্টির দাবি, যেহেতু মুখ্যমন্ত্রী ডায়াবেটিক রোগী, তাই তাঁর সুগার লেভেল ওঠানামা করছে। তাঁর সুগার লেভেল নেমে এসেছে ৪৬-এ। চিকিৎসকরা বলছেন, সুগার লেভেল এত নিচে নেমে যাওয়া খুবই বিপজ্জনক। এর আগে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বার্তা পড়ে শোনান তাঁর স্ত্রী। তিনি বলেন, ‘অরবিন্দজি একজন সত্যিকারের দেশপ্রেমিক, নির্ভীক ও সাহসী মানুষ। তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।’

Advertisements

মুখ্যমন্ত্রী চিঠিতে বলেছেন যে, ‘আমার দেহ হয়তো কারাগারে রয়েছে, কিন্তু আত্মা আপনাদের সকলের মধ্যে রয়েছে। চোখ বন্ধ করুন এবং আমাকে আপনার চারপাশে অনুভব করবেন।’ উল্লেখ্য, আবগারী নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে ২১ মার্চ তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। তাকে আদালতে হাজির করা হলে ২৮ শে মার্চ পর্যন্ত তাকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ২৮ মার্চ তাকে আদালতে তোলা হবে।