২৪ ঘন্টাও হয়নি তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন। শনিবার হনুমান মন্দিরে পুজো দিয়ে দুপুরেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর প্রচারেই বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী। সাফ বললেন, ‘লিখে রাখুন, এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা।’
তবে শুধু বাংলার মুখ্যমন্ত্রীই নন, কেজরিওয়ালের আশঙ্কা বিজেপি জিতলে একই পরিণতি হতে পারে তেজস্বী যাদব, এমকে স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, পিনারাই বিজয়ন-ও। এর মধ্যে তামিলনাড়ু ও কেরলের মুখ্যমন্ত্রী যথাক্রমে স্ট্যলিন ও বিজয়ন।
কী বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী?
দুর্নীতির বিরুদ্ধে প্রায়ই সোচ্চার হচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর দাবি, বিজেপি বিরোধী দল ও নেতারা দুর্নীতির পাহাড়ে চড়েছেন। এই দুর্নীতি ইস্যুতেই এ দিন বিজেপি ততা মোদীকে এক হাত নেন কেজরিওয়াল। বলেন, “৭৫ বছরে আর কোনও দলের সঙ্গে এভাবে প্রতারণা করা হয়নি। দুর্নীতির সঙ্গে যদি লড়াই করতে হয়, তাহলে কেজরিওয়ালের থেকে শিখুন। সরকার গঠনের পর এক মন্ত্রীর অডিও এসেছিল। কাউকে কিছু না বলে সিবিআই-কে তদন্ত করতে বলেছিলাম। জেলে পাঠিয়ে দিয়েছিলাম। আর আপনারা সব চোরকে আশ্রয় দিচ্ছেন।”
এরপরই বোমা ফাটান মুখ্যমন্ত্রী। বলেন, “কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে মোদী প্রমাণ করেছেন যে সবাইকে জেলে পাঠানো সম্ভব। দেশ জুড়ে এক ভয়ঙ্কর মিশন চালু করেছে। মিশনের নাম ‘ওয়ান নেশন, ওয়ান লিডার’। দেশের সব নেতাকে শেষ করতে চাইছে। মনীশ সিসোদিয়া, কেজরিওয়াল থেকে শুরু করে মমতার মন্ত্রীদের জেলে পাঠানো হয়েছে। লিখে রাখুন, এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা, জেলে থাকবেন তেজস্বী, জেলে থাকবেন স্ট্যালিন, জেলে থাকবেন উদ্ধব, পিনারাই বিজয়ন সহ সব বিরোধী নেতাদের।”
#WATCH | Delhi CM Arvind Kejriwal says "They will send opposition leaders to jail and will finish (Nipta denge) the politics of BJP leaders…Our ministers, Hemant Soren, ministers of Mamata Banerjee's party are in jail…If they win again, then Mamata Banerjee, MK Stalin, Tejashwi… pic.twitter.com/xtzToyYuQd
— ANI (@ANI) May 11, 2024
Soumitra VS Sujata: ‘পিঠ খুলে’ সৌমিত্রকে আহ্বান সুজাতার
কেজরিওয়ালের কথায়, “এল কে আদবানি, মুরলি মনোহর যোশী, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, এমএল খট্টর, রমন সিং-এর রাজনীতি শেষ হয়ে গিয়েছে। এরপর যোগী আদিত্যনাথ। এই নির্বাচনে জয়ী হলে পরের ২ মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদল করবে বিজেপি।”
এরপরই দেশবাঁচানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “আমাদের দেশকে বাঁচান, ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি। দেশকে বাঁচানোর জন্য গোটা দেশে ঘুরব। সুপ্রিম কোর্ট আমাকে ২১ দিন সময় দিয়েছে। এক একটি দিন ২৪ ঘণ্টার হয়, আমি ৩৬ ঘণ্টা কাজ করব। আমার পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করব।”
Bengal Weather Report: আগামী সপ্তাহেও বাংলায় ঝড়-ঝঞ্ঝা, পূর্বাভাস হাওয়া অফিসের, জারি কমলা সতর্কতা
কেজরির দাবি, “মোদী নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন। অমিত শাহকেই প্রধানমন্ত্রী করা হবে।” দিল্লির মুখ্যমন্ত্রীর যুক্তি, “ওরা প্রশ্ন করে, ইন্ডিয়া জোটের প্রধান মন্ত্রী কে হবে। আমি প্রশ্ন করছি, বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন? সামনের বছর মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাবে। বিজেপিতে কারও ৭৫ বছর বয়স হয়ে গেলে তিনি অবসর নেন। আডবাণী, যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর ১৭ সেপ্টেম্বর মোদীও অবসর নেবেন, তাহলে কে হবেন প্রধানমন্ত্রী? আসলে মোদী তাঁর জন্য নয়, অমিত শাহজির জন্য ভোট চাইচেন। উনিই পরবর্তী প্রধানমন্ত্রী।”
বাংলার মুখ্যমন্ত্রী প্রচারে দাবি করচেন, এবার ভোটে বিজেপি ২০০ আসনও পাবে না। অন্যদিকে পদ্ম শিবিরের স্লোগান, “ইসবার ৪০০ পার।” কেজরির বক্তব্য, ”হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, দিল্লি, বিহার, বংলায় আসন কমছে বিজেপির। ১২০-৩০ এর বেশি আসন পাবে না বিজেপি।”