দিল্লি: রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এবার প্রাণ গেল কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের উপসচিব (Finance Ministry Deputy Secretary) নবজোত সিংয়ের। রবিবার দুপুরে রিং রোডে দিল্লি ক্যান্ট মেট্রো স্টেশনের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি দ্রুতগামী বিএমডব্লিউ গাড়ি নবজোত সিংয়ের বাইককে পিছন থেকে ধাক্কা মারে। প্রবল আঘাতে বাইকটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন নবজোত সিং এবং তাঁর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তে বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাইকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় নবজোত সিং এবং তাঁর স্ত্রী ছিটকে মাটিতে পড়ে যান। আশেপাশের মানুষ দ্রুত ছুটে এসে তাঁদের উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায়, ডিভাইডারের পাশে পড়ে আছে মোটরবাইক, আর রাস্তার মাঝেই উল্টে রয়েছে বিএমডব্লিউ গাড়ি। মহিলা চালক এবং তাঁর স্বামী আহত দম্পতিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু কাছের সরকারি ট্রমা সেন্টারে না নিয়ে প্রায় ১৭ কিলোমিটার দূরের জিটি বি নগরের ন্যুওলাইফ হাসপাতালে পাঠানো হয় তাঁদের। সেখানে চিকিৎসকেরা নবজোত সিংকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁর স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই ঘটনার পর থেকেই তীব্র আলোড়ন শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকের এমন মৃত্যুতে প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানিয়েছেন, নবজোত সিং ছিলেন অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী আধিকারিক। তাঁর হঠাৎ মৃত্যু এক বিশাল ক্ষতি।
পুলিশ ইতিমধ্যেই বিএমডব্লিউ গাড়ির চালক এবং তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দুর্ঘটনার সময়ে গাড়িটির গতি কত ছিল, এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেই সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া কেন আহতদের নিকটবর্তী হাসপাতালে না নিয়ে দূরের হাসপাতালে নেওয়া হলো, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
দিল্লির ব্যস্ত রাস্তায় প্রায়শই বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফের প্রশ্ন উঠছে, রাজধানীতে ট্রাফিক আইন কার্যকর হচ্ছে কি না। অতিরিক্ত গতি, গাড়ি চালানোর সময় অসতর্কতা এবং রাস্তায় নজরদারির ঘাটতি একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাফিক আইন আরও কঠোরভাবে প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই প্রবণতা বন্ধ করা সম্ভব নয়।
বর্তমানে নবজোত সিংয়ের পরিবার শোকাহত অবস্থায় রয়েছেন। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হবে কি না, সে ব্যাপারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এক উচ্চপদস্থ আধিকারিকের এই আকস্মিক মৃত্যু কেবল প্রশাসনিক মহল নয়, পুরো দেশকেই নাড়া দিয়েছে। দিল্লির রাস্তায় সুরক্ষা কতটা দুর্বল, সেই প্রশ্ন আবারও উঠে আসছে এই মর্মান্তিক ঘটনার পর।