নয়াদিল্লি, ১২ নভেম্বর: দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে এখনও স্তম্ভিত রাজধানী। সোমবারের সেই রক্তাক্ত সন্ধ্যার পর দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ। এই ঘটনার নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ডঃ উমর আহমেদ ইলিয়াসি। এক গভীর উদ্বেগের সুরে তিনি বলেন, “আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিরপরাধ মানুষের প্রাণ গেছে এটি মানবতার হত্যাকাণ্ড।”
ডঃ ইলিয়াসি আরও বলেন, “সবচেয়ে দুঃখের বিষয়, এই ঘটনার তদন্তে মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত যুবকদের নাম উঠে আসছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। প্রতিটি সমাজেই কিছু খারাপ মানুষ থাকে, কিন্তু তাদের সংখ্যা কখনও ভালো মানুষের চেয়ে বেশি নয়। আমাদের ভাবতে হবে, আমাদের মধ্যে কী ঘটছে, কেন কিছু মানুষ পথভ্রষ্ট হচ্ছে।”
ইলিয়াসির বক্তব্যে স্পষ্ট, এই বিস্ফোরণ কেবল একটা জঙ্গি হামলা নয়, বরং ধর্মীয় ভাবমূর্তি নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র। তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনও হত্যা শেখায় না। যারা এই কাজ করছে, তারা ইসলামকে কলঙ্কিত করছে। আজ ইসলামকে ব্যবহার করে সন্ত্রাস ছড়ানো হচ্ছে, মানুষকে ভুল পথে চালানো হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক।”
প্রধান ইমাম বলেন, “জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইবা’র মতো সংগঠনগুলো আল্লাহর নামে এমন কাজ করছে, যা ইসলামের মূল শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। আমি বলব, তারা যেন আল্লাহর নামে এই কলঙ্ক না ঘটায়। তারা চাইলে তাদের নামই বদলে ফেলুক, কিন্তু ইসলামকে যেন আর কলঙ্কিত না করে। আল্লাহ শান্তি চান, রক্তপাত নয়।”
তাঁর বক্তব্যে তিনি আরও বলেন, “আমাদের সমাজের ভেতর থেকে এই ধরনের চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। শিক্ষিত মানুষদের এগিয়ে আসতে হবে, তরুণদের বোঝাতে হবে যে, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে ভালোবাসা। ধর্ম কখনও নিরপরাধের রক্ত চায় না।”
দিল্লি বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে পূর্ণোদ্যমে। এনআইএ ও দিল্লি পুলিশ ইতিমধ্যেই একাধিক রাজ্যে অভিযান চালাচ্ছে। উঠে আসছে পাকিস্তান-ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদের (JeM) মডিউল সংযোগের ইঙ্গিতও। এই অবস্থায় ডঃ ইলিয়াসির বক্তব্য অনেকটাই তাৎপর্যপূর্ণ, কারণ তিনি মুসলিম সমাজের ভেতর থেকেই স্পষ্টভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।
দেশের নাগরিক মহলে তাঁর এই বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। বহু বিশ্লেষক মনে করছেন, ইলিয়াসির মতো ধর্মীয় নেতারা যদি এভাবে প্রকাশ্যে সন্ত্রাসবাদকে নিন্দা করেন এবং সমাজে শান্তির বার্তা পৌঁছে দেন, তাহলে অনেক তরুণ ভুল পথে যাওয়া থেকে বিরত থাকতে পারে।
শেষে ইলিয়াসি বলেন, “এই পৃথিবীতে আল্লাহ, ঈশ্বর, ভগবান সবাই মানুষ সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য। কেউই চান না মানুষ একে অপরের প্রাণ নিক। তাই এই মুহূর্তে প্রয়োজন মানবতার, প্রয়োজন একতার। ধর্ম নয়, মানুষকে ভালোবাসুন।”


