রাজধানী দিল্লিতে ফের উপহার সিনেমা হলে স্মৃতি ফিরে এল৷ ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷ শুক্রবার দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ মৃত হয়েছে৷
পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে এই দূর্ঘটনা ঘটেছে। এর জেরে ফের একবার ভয়াবহ উপহার সিনেমা হলের অগ্নিকাণ্ডের ভয়াবহ স্মৃতি উস্কে উঠল।
দিল্লির দমকল বিভাগ আগুন নেভানোর কাজ করছে। দমকল বিভাগ প্রধান অতুল গর্গ জানান, একটি বহুতলে আগুন ধরে। সিসিটিভি সারানোর কাজ চলছিল তখন। আগুন দ্রুত ছড়ায়। অন্তত ২৭টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মুন্ডকার ওই ভবনটির একতলা থেকে অতি দ্রুত আগুন ছড়ায়। পরপর দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দারা আগুনের ঘেরাটোপে পড়ে যান। অনেকে ব্যালকনি থেকে লাফিয়ে নামতে যান। উপর থেকে পড়ে জখম হন। দিল্লির দমকল বিভাগ কাজ শুরু করার পর একের পর এক পোড়া দেহ বের করে এনেছে।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ঘটনায় শোক জানিয়ে লিখেছেন, মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে এই অগ্নিকান্ড ভয়াবহ দুর্ঘটনা। আহতদের দ্রুত সেরে ওঠার আশা রাখি।
দিল্লির মু়খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় শোকস্তব্ধ। আমাদের সাহসী দমকল বিভাগ কর্মীরা আগুন নেভাতে আপ্রাণ লড়াই করছেন।