ভোটের দামামা! দিল্লি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিলেন রাজীব কুমার

নয়াদিল্লি: বেজে গেল ভোটের দামামা! প্রকাশিত দিল্লি বিধানসভা ভোটের নির্ঘণ্ট৷ মঙ্গলবার, দুপুর ২টায় দিল্লি বিধানসভা নির্বাচনের পূর্ণ সূচি ঘোষণা শুরু করলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার…

delhi assembly election schedule

নয়াদিল্লি: বেজে গেল ভোটের দামামা! প্রকাশিত দিল্লি বিধানসভা ভোটের নির্ঘণ্ট৷ মঙ্গলবার, দুপুর ২টায় দিল্লি বিধানসভা নির্বাচনের পূর্ণ সূচি ঘোষণা শুরু করলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাংবাদিক বৈঠকে তিনি আগেই জানিয়েছিলেন, আজ দুপুর ২টায় দিল্লি নির্বাচনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হবে। রাজীব কুমার জানান, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৩ ফেব্রুয়ারি৷ নতুন বিধানসভা গঠন করতে তার আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে৷ দিল্লিতে সাধারণত এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও অন্যথা হল না৷ আগামী ৫ ফেব্রুয়ারি এক দফা নির্বাচন হবে দিল্লিতে৷ আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গণনা৷ (delhi assembly election schedule)

১৩ হাজারেরও বেশি ভোটকেন্দ্র delhi assembly election schedule

দিল্লি বিধানসভা নির্বাচনে ১৩ হাজারেরও বেশি ভোটকেন্দ্র থাকবে বলে জানিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি আরও জানিয়েছেন, ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে ন্যূনতম সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে সকলে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

   

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে৷ ভোট ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)। আসন্ন নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের দল৷ তাঁদেক টক্কর দিতে কোমর বেঁধেছে বিজেপি ও হাত শিবির৷

টার্নআউট ডেটা পরিবর্তন সম্ভব নয় delhi assembly election schedule

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার টার্নআউট ডেটা পরিবর্তন করা সম্ভব নয়, ভোটগ্রহণের পর ৫টা পঁচিশ মিনিটের পরে ভোটের হার বৃদ্ধি নিয়ে যে ভুল ধারণা ছড়ানো হচ্ছে, তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠিত আদালত ৪২টি রায়ে জানিয়ে দিয়েছে যে, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) হ্যাক করা সম্ভব নয়। সুতরাং, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে ত্রুটির অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

ইভিএম হলো নিরাপদ ডিভাইস, ভোট কারচুপি সম্ভব নয়: সিইসি রাজীব কুমার

রাজীব কুমার বলেন, ‘‘ইভিএমে ভাইরাস বা বাগ (বাগ) ইনস্টল করার কোনও প্রশ্নই ওঠে না। ইভিএমে কোনও অবৈধ ভোট হওয়ারও সম্ভাবনা নেই। ভোট কারচুপি সম্ভব নয়। বিভিন্ন বিচারবিভাগীয় রায়ে সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালত বলেছে, ইভিএম হল নির্ভুল ডিভাইস ভোট গণনার জন্য। ভোট কারচুপির যে অভিযোগ উঠছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

Bharat: Delhi Assembly election schedule announced by Chief Election Commissioner Rajiv Kumar. The 70-seat assembly’s term ends on February 23. Elections must be completed before then. One-phase voting is expected.