দেরাদুন: উত্তরাখণ্ডে আবারও প্রকৃতির রুদ্র রূপ। প্রবল বর্ষণের জেরে মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে দেরাদুন৷ মুহূর্তের মধ্যে ভেসে যায় ঘরবাড়ি, গাড়ি ও দোকানপাট। এখনও পর্যন্ত দুই জন নিখোঁজ। প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের খোঁজ চালাচ্ছে।
বন্ধ স্কুল
ঘটনার পরপরই জেলা শাসক সাভিন বংশল, এসডিএম কুমকুম জোশি-সহ প্রশাসনের শীর্ষকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। ক্ষয়ক্ষতির খতিয়ান নেওয়ার পাশাপাশি দ্রুত উদ্ধারকাজে জোর দেন তাঁরা। এনডিআরএফ, এসডিআরএফ, পিডব্লুডি ও পুলিশ একযোগে বিপর্যস্ত এলাকায় কাজ শুরু করেছে। ভারী বৃষ্টির আশঙ্কায় দেরাদুনের সব স্কুল বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন। টুইটে লিখেছেন, “সাহস্রধারায় প্রবল বর্ষণে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও এসডিআরএফ ঘটনাস্থলে উপস্থিত। আমি নিয়মিত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
আটকে ৩ জন Dehradun Cloudburst and Rains
মেঘভাঙা বৃষ্টির প্রভাবে ঋষিকেশে চন্দ্রভাগা নদী সকাল থেকেই উত্তাল। নদীর জলে জাতীয় সড়ক প্লাবিত হয়ে পড়লে মাঝপথে আটকে যান তিন জন। এসডিআরএফ দ্রুত তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। অন্যদিকে, পিথোরাগড়ে ভূমিধসে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রকৃতির এই দাপটে উত্তরাখণ্ডের পাহাড়ি জনপদ কার্যত বিপর্যস্ত। সরকারি হিসেবে, এ বছর এপ্রিল থেকে এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৮৫ জন, আহত অন্তত ১২৮, আর নিখোঁজ রয়েছেন ৯৪ জন।
দেরাদুন গিয়েছিলেন মোদী
এর আগে গত ১১ সেপ্টেম্বর দেরাদুন সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে তিনি ১,২০০ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং অনাথ শিশুদের জন্য পিএম কেয়ার্স ফর চিলড্রেন প্রকল্পের আওতায় পূর্ণ সহায়তার আশ্বাস দেন। উদ্ধারকারীদের অক্লান্ত প্রচেষ্টার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।
প্রবল বৃষ্টি, ক্লাউডবার্স্ট, ভূমিধস, এ একের পর এক দুর্যোগে বিধ্বস্ত পাহাড়ি রাজ্য। মানুষের আশা এখন কেবল দ্রুত উদ্ধার, স্থায়ী সমাধান ও প্রকৃতির এই ক্রোধ থেকে কিছুটা অবকাশ।
Bharat: Devastating cloudburst and heavy rains wreak havoc in Uttarakhand. Dehradun and Rishikesh face flash floods, landslides, and road closures. Officials are on high alert as rescue operations continue. Get the latest on the situation, including school closures and relief efforts.