নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা ঘিরে বাড়ছে জল্পনা

Arun Goel

লোকসভা নির্বাচনের আগে হঠাৎ ইস্তফা দিলেন নির্বাচন কমিশানার অরুণ গোয়েল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এবং মাননীয় রাষ্ট্রপতি তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। তবে হঠাৎ লোকসভা ভোটের আগে কেন এই ইস্তফা, সেই নিয়ে বাড়ছে জল্পনা! তবে তাঁর পদত্যাগের কারণ নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।

প্রসঙ্গত তাঁর ইস্তফার পরে মুখ্য কমিশানার হিসেবে শুধুমাত্র রাজীব কুমার রয়েছেন। এই পদে অরুণ গোয়েলের আরও তিনবছর মেয়াদ ছিল। মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন। শুধু তাই নয় লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি বেশ কয়েকটি রাজ্যে লোকসভা ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন।

   

অরুণ গোয়েল পাঞ্জাব ক্যাডারের একজন প্রাক্তন আইএএস অফিসার। তিনি গত ২১শে নভেম্বর ২০২২ সালে নির্বাচন কমিশানারের ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর মেয়াদ ২০২৭শে শেষ হওয়ার কথা ছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন