বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১!

রাইপুর: ছত্তিসগড়ের বিলাসপুরে (Bilaspur) ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১, বলে জানিয়েছেন আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

Advertisements

জানা গিয়েছে, মঙ্গলবার মালগাড়ির সঙ্গে মেমু লোকালের ধাক্কায় এখনও পর্যন্ত আহতের সংখ্যা প্রায় ২০। বিলাসপুর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সঞ্জীব শুক্লা বলে, “এখনও পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে চারজন মহিলা এবং চারজন পুরুষ।”

   

“উদ্ধার অভিযান এখনও চলছে এবং ধ্বংসাবশেষ সম্পূর্ণরূপে পরিষ্কার করার পরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে,” বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ আধিকারিক। বিলাসপুরের কালেক্টর সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন যে আহত যাত্রীদের বিলাসপুরের অ্যাপোলো হাসপাতাল এবং ছত্তিশগড় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (সিআইএমএস) -এ স্থানান্তরিত করা হয়েছে। “আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

কীভাবে দুর্ঘটনা ঘটে?

Advertisements

ঘটনা সম্পর্কে অবগত আধিকারিকরা জানান, মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ একটি যাত্রীবাহী মেমু লোকাল কোরবা জেলার গেভরা থেকে বিলাসপুর যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মালবাহী ট্রেনের সাথে ধাক্কা (Train Accident) লাগে। ঘটনাস্থলটি বিলাসপুর (Bilaspur) শহর থেকে কয়েক কিলোমিটার দূরে, দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে (SECR) জোনের সদর দফতরের কাছে।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে যাত্রীবাহী ট্রেনের একটি বগি কার্গো ট্রেনের একটি ওয়াগনের উপরে উঠে যায়, বলে একজন রেল কর্মকর্তা জানিয়েছেন।