Mukesh Ambani: মোদীর ঘনিষ্ঠ আম্বানিকে খুনের হুমকি, মুম্বই সরগরম

দেশজুড়ে কড়া নিরাপত্তায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এরই মধ্যে মুম্বই তোলপাড়। রিলায়েন্স (Reliance) গোষ্ঠির কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবারে এসেছে খুনের হুমকি। প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ মুকেশ আম্বানি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements

তদন্তে নেমে পুলিশ জেনেছে রিলায়েন্স ফাউন্ডেশন নামের এক হাসপাতালে অচেনা নম্বর থেকে আটবার ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। ওই ফোন নম্বর থেকে ফোন করে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিযোগে জানানো হয়েছে, আটবার ফোন করা হয়েছিল। কার নামে এই ফোন নম্বর রয়েছে? যাচাই করছে ডিবি মার্গ থানার পুলিশ।

   

মুকেশ আম্বানির পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাসপাতালের সিইও চিকিৎসক তারাং গিয়ানচান্দানি বলেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আট বার ফোন করে মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেয়।

Advertisements

গত বছর ফেব্রুয়ারিতে মুম্বইয়ে আম্বানির বাড়ি ‘অ্যান্টিলা’র সামনে গাড়িতে বিস্ফোরক উদ্ধার ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। গাড়ির ভিতর থেকে পাওয়া একটি নোটে মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রীকে হুমকিও দেওয়া হয় তখন।