RJD-তে ফেরার থেকে মৃত্যু ভালো: তেজপ্রতাপ

পাটনা: বাবার দলে ফেরার থেকে মৃত্যু ভালো! বললেন লালু-পুত্র তেজপ্রতাপ যাদব (Tej Pratap Yadav)। শুক্রবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জনশক্তি জনতা দলের (JJD) প্রমুখ তেজ প্রতাপ বলেন, “ওই ফিরে যাওয়ার চেয়ে মৃত্যুকেই বেছে নেব। আমি ক্ষমতার লোভী নই। নীতি এবং আত্মসম্মান আমার কাছে সর্বোচ্চ।”

Advertisements

উল্লেখ্য, বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ (Lalu Prasad yadav) এবং রাবড়ি দেবীর বড় ছেলে তেজ প্রতাপ কয়েক মাস আগে আরজেডি এবং পরিবার থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি নিজস্ব দল জনশক্তি জনতা দল গঠন করে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৫ সালে এই আসন থেকেই তিনি নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন।

“মানুষের জন্য মহুয়া থেকে লড়ছি”

ঘর এবং দলছাড়া হয়ে দমে যাননি তেজ প্রতাপ। মহুয়া (Mahua) আসনের সঙ্গে আবেগ জড়িয়ে আছে তাই দল বদলালেও আসন বদলানি তিনি। এদিন তেজপ্রতাপ বলেন, “রাজনীতিতে আসার অনেক আগে থেকেই আমি এই নির্বাচনী এলাকার সাথে যুক্ত। মানুষ আমাকে বলে যে তারা আমাকে তাদের বিধায়ক হিসেবে পেয়ে খুশি, আমি তাদের চাহিদা পূরণ করেছি। তারা বলে যে এখন অন্য কাউকে নিজেদের প্রতিনিধি ভাবতেই পারেন না।”

শুধু তাই নয়, তেজপ্রতাপ (Tej Pratap Yadav) স্পষ্ট করে বলেন যে তিনি তার ছোট ভাইয়ের বিশ্বস্ত আরজেডি বিধায়ক মুকেশ রৌশনকে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন না। নিজের ঠাকুমার ছবি বুকে জড়িয়ে মনোনয়ন পত্র জমা করেছিলেন লালু যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ। ঠাকুমার ব্যাপারে তিনি বলেছিলেন, “ইনিই সেই ব্যক্তি যার আশীর্বাদে আমার বাবা রাজনীতিতে সাফল্য পেয়েছিলেন।” পরিবারের সঙ্গে দীর্ঘদিন কথা না হলেও “জানি ওনাদের আশীর্বাদ আমার মাথায় আছে”, বলে উল্লেখ করেন তেজ প্রতাপ।

Advertisements

“BJP-RSS এর বুজরুকিতে ভুলবে না মানুষ”

ছোট ভাই তেজস্বী মহাগাঁঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ হয়েছেন। সেই নিয়ে তেজ প্রতাপ (Tej Pratap Yadav) বলেন, “রাজনীতিকরা নির্বাচনের আগে মানুষকে নানারকম প্রতিশ্রুতি দেয়। কিন্তু ক্ষমতায় সেই আসেন যার মাথায় মানুষের আশীর্বাদ থাকে”। আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারের মানুষ BJP-RSS এর বুজ্রুকির শিকার হবেন না বলে দাবী করেন তেজ প্রতাপ।

অন্য দলের হয়ে নির্বাচনে লড়ার অভিজ্ঞতা মোটেই ভিন্ন নয় বলে মন্তব্য করেন তিনি। তেজ প্রতাপ বলেন, “মহুয়ার মানুষ আমার পরিবার। আমি আমার নিজের দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, যার প্রতীক ব্ল্যাকবোর্ড।” পাশাপাশি, মানুষের মনোভাবের উপরেই এই নির্বাচন নির্ভর করছে। সময় তার জবাব দেবে, বলেন তেজ প্রতাপ।