মর্মান্তিক ঘটনা ঘটে গেল ওড়িশার (Odisha) পুরীতে। আতশবাজির বিস্ফোরণ প্রাণ কাড়ল একজনের। সেইসঙ্গে ঘটনায় আহত হলেন ৩০ জনেরও বেশি মানুষ। জানা গিয়েছে, বুধবার রাতের ভগবান জগন্নাথের চন্দন যাত্রা চলাকালীন ওড়িশায় বিরাট বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে যাত্রা চলাকালীন বিস্ফোরণে মৃত ১ ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
Advertisements
পুলিশ সূত্রে খবর, একদল ভক্ত আতশবাজি দিয়ে উৎসব উদযাপন করছিল যখন হঠাৎ জ্বলন্ত আতশবাজির একটি স্প্লিন্টার বিস্ফোরণ ঘটায়। পুলিশ সূত্রে খবর, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে নরেন্দ্রপুকুরে এই ঘটনাটি ঘটেছে।
Advertisements
Puri (Odisha): Fire broke out while bursting firecrackers, 20 injured.#Breaking #puri #Odisha #Fire pic.twitter.com/B5KBX1Xi1J
— News Update (@ChaudharyParvez) May 30, 2024


