সকাল সকাল দেশে বড় দুর্ঘটনা ঘটে গেল। ইতিমধ্যে দেশের জায়গায় জায়গায় একদম দরজায় কড়া নাড়ছে বর্ষা। বিভিন্ন জায়গায় পাকাপাকিভাবে বর্ষা না এলেও প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজে চলেছে একের পর এক জায়গায়। যেমন দিল্লি। গত দুদিন ধরে দিল্লি, এনসিআরএ প্রবল বৃষ্টি হচ্ছে। যদিও আজ শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে ছাদের একাংশ ভেঙে বিপত্তি ঘটল। ঘটনায় মৃত্যু হল একজনের।
ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ বৃষ্টির কারণে ছাদ ভেঙে পড়ে। এদিকে অনেক গাড়িও চাপা পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের গাড়ি। উদ্ধারকাজ শুরু হয়েছে। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং চেক-ইন কাউন্টারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় একজনের মৃত্যু অবধি ঘটেছে।
দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১ এর ছাদের একাংশ ভেঙে ছয়জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষ বেশ কয়েকটি গাড়ি ও ট্যাক্সির উপরে পড়ে। ঘটনায় অনেকে আহত হয়েছেন। এখন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ছাদের চাদর ছাড়াও সাপোর্ট বিমও ধসে পড়েছে, টার্মিনালের পিক-আপ এবং ড্রপ অঞ্চলে পার্ক করা গাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনে যাতে আর কেউ আটকা না পড়েন তা নিশ্চিত করতে চেকিং চলছে।
#WATCH | 4 people were injured after a roof collapsed at the Terminal-1 of Delhi airport. Rescue operation underway pic.twitter.com/A0KHLFFTH6
— ANI (@ANI) June 28, 2024