দলিত যুবককে পিটিয়ে খুন! বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস

নয়াদিল্লি: জন্মদিনের ১০ দিন পর বাড়িতে ফিরল দলিত (Dalit) যুবকের মৃতদেহ! এই মর্মান্তিক ঘটনায় বিজেপির (BJP) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে কংগ্রেস (Congress)। পুলিশ সূত্রে খবর, গত ১৫ অক্টোবর রাবপুরায় অনিকেত জাতভ নামক দলিত যুবকের বাড়ির বাইরে জন্মদিন উদযাপনের সময় তাঁকে লোহার রড ও হকি স্টিক দিয়ে বেধড়ক মারধোর করে ‘উচ্চবর্ণের’ কয়েকজন যুবক।

Advertisements

রক্তাক্ত অবস্থায় অনিকেতকে পাশের একটি ঝোপে ফেলে পালায় হামলাকারীরা। অচৈতন্য অবস্থায় অনিকেতকে উদ্ধার করে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার অবশেষে প্রাণ হারান অনিকেত জাতভ নামক ওই দলিত যুবক।

মোদী সরকারকে তুলোধোনা কংগ্রেসের

দলিতদের সুরক্ষা দিতে ব্যর্থ মোদী (Narendra Modi) সরকার বলে সমাজমাধ্যমে ঝড় তুলে দিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ (Shama Mohamed) এক্সে লেখেন, “গ্রেটার নয়ডায় ১৭ বছর বয়সী এক দলিত ছেলেকে তার জন্মদিনে উচ্চবর্ণের গুন্ডাদের একটি দল নির্মমভাবে মারধর করে। মৃত্যুর সঙ্গে লড়াই করে দলিত ছেলেটি আজ মারা গেছে!

https://x.com/drshamamohd/status/1981972635618591216

Advertisements

তিনি আরও বলেন, “তেরা আউকাত কেয়া হ্যায় (তোর ক্ষমতা কি), আক্রমণকারীরা অনিকেতকে মারধর করার সময় এই কথাটি বলেছিল।” এরপর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেস মুখপাত্র বলেন, “প্রতি এক-দুই সপ্তাহ অন্তর বিজেপি শাসিত উত্তরপ্রদেশে দলিতদের উপর অত্যাচারের ঘটনা সামনে উঠে আসছে। নরেন্দ্র মোদী এবং তাঁর ডবল ইঞ্জিন সরকার দলিতদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ”।

অন্যদিকে, উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ধীরেন্দ্র সিং (Dhirendra Singh) এক্সে লেখেন, “রবপুরায় অনিকেত মামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। অনিকেতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তাদের বাড়িতে গিয়েছিলাম এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে ফোনে তাঁদের কথাও বলিয়েছি”। অনিকেতের বাড়িতে পৌঁছে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সমাজবাদী পার্টির নেতারাও।

https://x.com/DhirendraGBN/status/1981574998553993585

ঘটনার দু-দিন পর ১৭ অক্টোবর ৭ জনের নামে অভিযোগ দায়ের করে রাবপুরা পুলিশ। এখনও পর্যন্ত যুবরাজ এবং জিতি নামক দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।